হাওয়ায় নাচলেন নওশাবা!

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ৩১ আগস্ট ২০২১, ০৮:৫৬ এএম

অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ

প্রায় ২০ ফুট লম্বা একটি কাপড়ের সঙ্গে বেঁধে শূন্যে ঝোলানো হয় অভিনেত্রী কাজী নওশাবা আহমেদকে। সেখানে ঝুঁলেই নাচের মুদ্রা তোলেন এ অভিনেত্রী।
'অ্যারিয়েল সিল্ক অ্যাক্ট' নামে পরিচিত এই বিশেষ নাচটি দেখা যাবে অনন্য মামুন পরিচালিত 'অমানুষ' সিনেমাতে। সম্প্রতি সিনেমাটির শুটিং শেষ হয়েছে।
এ প্রসঙ্গে নওশাবা বলেন, 'এটা খুবই চ্যালেঞ্জিং ছিল। নতুন এক অভিজ্ঞতা যুক্ত হলো অভিনয় জীবনে। আমি শারীরিকভাবে ফিট না। কয়েক বছর আগে অ্যাকসিডেন্টের পর ডাক্তার আমাকে ঝুঁকিপূর্ণ শুটিং করতে নিষেধ করেছেন।
নাচটির কোরিওগ্রাফার আলিফ যখন আমাকে বললেন, মনে হলো চেষ্টা করি। তার উৎসাহ, পরিচালকের সহযোগিতা, সবকিছু মিলিয়েই কাজটি করা হয়েছে।'
'অমানুষ' সিনেমাতে নওশাবা ছাড়াও অভিনয় করেছেন নিরব। আরো আছেন মিথিলা, মিশা সওদাগর, নওশাবা, শহীদুজ্জামান সেলিম, শাহেদ আলী, রাশেদ মামুন অপু প্রমুখ।
থ্রিলার ঘরানার এই সিনেমাটি ভালো দিন দেখে মুক্তি দিতে চান নির্মাতা।