পবিত্র কাবা শরীফে বিয়ে করলেন কুবরা-গওহর

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:১২ এএম

কুবরা ও গওহর
অবশেষে তিন কবুলের মাধ্যমে পাকাপাকিভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী কুবরা খান এবং অভিনেতা গওহর রশিদ। বুধবার পবিত্র মক্কার কাবা শরিফে এই তারকা যুগল তাদের বিবাহ সম্পন্ন করেন। শনিবার (১৫ ফেব্রুয়ারি) যৌথ ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে কুবরা ও গওহর তাদের বিয়ের সুখবরটি প্রকাশ করেন। বর্তমানে তারা উমরাহ পালন করছেন।
ইনস্টাগ্রামের যৌথ পোস্টে তারা লেখেন, "আল্লাহর কুরসির নিচে... ৭০ হাজার ফেরেশতা সাক্ষী এবং রহমত আমাদের ওপর বৃষ্টির মতো বর্ষিত হচ্ছে... কবুল। পোস্টে শেয়ার করা দুটি ছবির একটি ছিল পবিত্র কাবায় তাদের হাতে হাত রাখা মুহূর্তের এবং অন্যটিতে দেখা যায়, তারা একে অপরের চোখে চোখ রেখে ভালোবাসায় মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছেন, পেছনে মহিমান্বিত কাবা ঘর।
কুবরা ও গওহর তাদের বিয়ের আনুষ্ঠানিক ঘোষণা দেয়ার পর থেকেই গুঞ্জন ছড়িয়েছিল যে, তারা পবিত্র মক্কায় বিয়ের পরিকল্পনা করছেন। এই তারকা যুগলের সম্পর্ক নিয়ে আলোচনা শুরু হয় ২০২৪ সালের শেষের দিকে, যখন তাদের প্রেম ও বিয়ে নিয়ে নানা গুজব ছড়িয়ে পড়ে। পরে তারা আনুষ্ঠানিকভাবে নিজেদের সম্পর্কের সত্যতা নিশ্চিত করেন।
গত মাসের শেষের দিকে কুবরা ও গওহর একটি কৌতুকপূর্ণ ও হৃদয়গ্রাহী ভিডিও বার্তায় তাদের বিয়ের খবর ঘোষণা করেন। এরপর গত সোমবার ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে কুবরার বান্ধবী মোমাল নাদেরের বাসায় একটি ছোট্ট উদযাপনের আয়োজন করা হয়।
‘রাজ-এ-উলফাত’ খ্যাত অভিনেতা গওহর রশিদ তার অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বিয়ের অনুষ্ঠানের কিছু ছবি শেয়ার করেন। ক্যাপশনে তিনি লেখেন, "মাশাআল্লাহ... বিশাল ভালোবাসা এবং আলিঙ্গন। তিনি আরও মোমাল ও নাদের নওয়াজকে বিয়ের অনুষ্ঠানের ‘উষ্ণ আয়োজন’-এর জন্য ধন্যবাদ জানান।
শেয়ার করা ছবিগুলোতে কুবরা ও গওহরকে সাদামাটা ঐতিহ্যবাহী পোশাকে দেখা যায়, যা তাদের পরিণয়ের মুহূর্তকে আরো হৃদয়স্পর্শী করে তোলে। কুবরা ও গওহরের বিয়ের খবর ছড়িয়ে পড়ার পর থেকে অনলাইনে ভক্ত ও সহকর্মীরা শুভেচ্ছায় ভাসাচ্ছেন এই নবদম্পতিকে। সামাজিক যোগাযোগমাধ্যমজুড়ে তাদের এই পবিত্র বন্ধন ও একান্ত মুহূর্তের ছবি ভাইরাল হয়েছে।