অভিনয় ছেড়ে কি বিদেশে যাচ্ছেন পারসা ইভানা!

কাগজ ডেস্ক
প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৩৫ এএম

ছোট পর্দার অভিনেত্রী পারসা ইভানা। ছবি : সংগৃহীত
‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিক নাটকের মাধ্যমে অভিনয় জগতে খ্যাতি অর্জন করেছেন ছোট পর্দার অভিনেত্রী পারসা ইভানা। ধারাবাহিকটিতে ইভা চরিত্র তাকে দারুণ জনপ্রিয় করে তোলে। এরপর নিজের অভিনয় দক্ষতা দিয়ে নিজেকে প্রমাণ করে যাচ্ছেন।
তবে সম্প্রতি একটি স্ট্যাটাস শেয়ার করেছিলেন পারসা ইভানা। সেখানে এই তারকা দর্শকদের উদ্দেশে বলেছিলেন, ‘যদি কখনো অভিনয় বন্ধ করে দেন তাহলে তার কোন বিষয় মিস করবে?’ এরপর থেকেই অনেকের প্রশ্ন, তাহলে কী অভিনয় ছেড়ে দেবেন পারসা ইভানা?
প্রসঙ্গটি নিয়ে একটি টেলিভিশন টকশোতে কথা বলেন ছোট পর্দার এই অভিনয়শিল্পী। তার কথায়, অভিনয় ছাড়ার বিষয়টা ঠিক না, একটু আবেগের বসে বলেছিলাম। আমার কাছে মনে হয় একজন অভিনেত্রী খুব কম সুযোগ-সুবিধা পায়। খুব কম ভালো কাজের স্ক্রিপ্ট আসে আমার কাছে। যেহেতু আমার মা দেশের বাইরে থাকে, আম্মুরও ইচ্ছে আমি যাতে চলে যাই। কিন্তু আমি যাচ্ছি না, কারণ এই জায়গাটার প্রতি অনেক সফট কর্নার আছে। ওইটা চিন্তা করে আমি ইমোশনাল হয়ে যাই। যদি কখনো আমার অভিনয় ছেড়ে দিতে হয়, আমার মনে হয় অনেক বেশি ডিপ্রেশন পরে যাব।
অনুষ্ঠানে সঞ্চালক ইভানাকে প্রশ্ন করেন, যদি কখনো অভিনয় ছেড়ে দেন সেক্ষেত্রে কোন বিষয়গুলো মিস করবেন? এ প্রশ্নের উত্তরে পারসা ইভানা বলেন, শুটিং সেটে যাওয়া, স্ক্রিপ্ট পড়া, সহ-শিল্পীদের মিস করা, নির্মাতাদের মিস করা। আমার মনে হয় আমি অভিনয় ছাড়া কিছু পারি না।
আরো পড়ুন : শাফিন আহমেদ স্মরণে কনসার্ট
ইতোমধ্যেই বিভিন্ন চরিত্রে পর্দায় নিজেকে মেলে ধরেছেস পারসা ইভানা। তবে তার ইচ্ছে বাস্তবধর্মী ও চ্যালেঞ্জিং চরিত্রে পর্দায় নিজেকে দেখার। এই অভিনেত্রী ভাষ্য, একটা সময় ইচ্ছা ছিল এ ধরনের কিংবা ওই ধরনের চরিত্রে অভিনয় করতে চাই। একজন অভিনয়শিল্পী হিসেবে ছোট পর্দায় অনেক চরিত্র এক্সপ্লোর করে ফেলেছি। তবে এখন যেসব কন্টেন্ট হচ্ছে দেশের বাইরে নেটফ্লিক্সে, অনেক রিয়েলিস্টিক কাজ হচ্ছে, আমি চাই এমন চ্যালেঞ্জিং চরিত্রে কাজ করতে। যেমন, আলিয়া ভাট গাঙ্গুবাই করেছিল। যদি কখনো সুযোগ পাই করা হবে।
ব্যক্তিজীবনে অনেকটাই সাধারণ পারসা ইভানা। তার কথায়, আমি সাধারণ মানুষের মতো চলাচল করি। প্রতিদিন রিক্সা করে বের হয়ে ঘুরাফেরা করি, ঝালমুড়ি খাই, ফুচকা খাই। সাধারণ জীবন আমি খুব পছন্দ করি।
সবশেষ ‘প্রাকৃতজন’ নাটকে দেখা গেছে পারসা ইভানাকে। ভিকি জাহেদ পরিচালিত সাসপেন্স, থ্রিলারধর্মী এই এই নাটকে মিতা চরিত্রে দেখা গেছে তাকে। এতে তার বিপরীতে জাকির চরিত্রে অভিনয় করেছেন খায়রুল বাসার।