শাহরুখ-সালমান খানের যে আচরণ আজও ভুলতে পারেননি মমতা

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৪০ পিএম

ছবি: সংগৃহীত
নব্বইয়ের দশকের জনপ্রিয় অভিনেত্রী মমতা কুলকার্নি সম্প্রতি সন্ন্যাসের পথে হাঁটলেও এক সময় বলিউডে বেশ জনপ্রিয় ছিলেন।
বিশেষ করে, শাহরুখ খান ও সালমান খানের সঙ্গে তার অভিনীত ছবি ‘কর্ণ অর্জুন’ আজও দর্শকদের মনে গেঁথে রয়েছে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ছবির শুটিংয়ের অভিজ্ঞতা বিষয়ে জানান তিনি।
মমতার কথায়, ছবির কোরিয়োগ্রাফার চিন্নি প্রকাশ একদিন তার সঙ্গে দেখা করতে বলেন। সে সময় শাহরুখ ও সালমান শুটিং থেকে ফিরছিলেন। মমতা সিঁড়ি দিয়ে নামার সময় দেখেন, দুই খান তাকে দেখে হাসাহাসি করছেন। তবে বিষয়টি এড়িয়ে যান তিনি।
এরপর গুরুজির (কোরিয়োগ্রাফার) কাছে পৌঁছে মমতা জানতে পারেন, তাকে একা নাচতে হবে! এতে বেশ অবাক হয়ে যান অভিনেত্রী।
পরের দিন শুটিং সেটে প্রথম দৃশ্য ছিল মমতার। তিনি জানান, গাছের আড়াল থেকে শাহরুখ ও সালমান তাকে দেখে আবারো মজা করছিলেন। তবে মমতা এক শটেই পারফেক্ট পারফরম্যান্স দেন। কিন্তু বিপরীত চিত্র দেখা যায় দুই খানের ক্ষেত্রে।
তিনি বলেন, পাঁচ হাজার লোকের সামনে ওদের অনেকবার শট দিতে হয়েছিল। পরিচালক এতটাই বিরক্ত হয়ে যান যে, শেষে শুটিং বন্ধ করে দেন।
শুটিং শেষে যখন সবাই যার যার ঘরে ফিরে যাচ্ছিলেন, তখন মমতার সঙ্গে ঘটে যায় আরো এক ঘটনা! তিনি জানান, সেদিন সালমান আমার মুখের ওপর দরজা বন্ধ করে দিয়েছিল। ও খুব দুষ্টু ছিল, আমাকে সময়ানুবর্তিতার জন্যও মশকরা করতো।