‘সিনেমায় সুযোগ পেতে হলে কুপ্রস্তাবে রাজি হতে হবে’

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৪৩ পিএম

কীর্তি কুলহারি
চলচ্চিত্র জগতে ‘কাস্টিং কাউচ’ কোনো নতুন বিষয় নয়। বহু দিন ধরেই পর্দার আড়ালে লুকিয়ে থাকা এই অন্ধকার দিকটি বিশেষ করে উঠতি অভিনেত্রীদের জন্য এক ভয়ানক অভিজ্ঞতা হয়ে দাঁড়িয়েছে। এবার এই বিষয়ে মুখ খুললেন বলিউড অভিনেত্রী কীর্তি কুলহারি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে কীর্তি জানিয়েছেন, পেশাগত জীবনের একেবারে শুরুর দিকে তাকেও এই অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল। একটি দক্ষিণী ছবিতে অভিনয়ের সুযোগ নিয়ে প্রযোজকের সঙ্গে আলোচনার সময় তিনি কুপ্রস্তাবের শিকার হন। প্রযোজক সরাসরি ইঙ্গিত দেন, সিনেমায় সুযোগ পেতে হলে তার প্রস্তাবে রাজি হতে হবে।
এই অনাকাঙ্ক্ষিত প্রস্তাবে কীর্তি স্পষ্ট ভাষায় পাল্টা প্রশ্ন ছুঁড়ে দেন, একেই কি ‘কাস্টিং কাউচ’ বলে? আমি কি ‘কাস্টিং কাউচ’-এর শিকার?” তার জবাবে প্রযোজকও বিষয়টি স্বীকার করে নেন।
তবে এই ঘটনায় কীর্তি মানসিকভাবে ভেঙে পড়েননি। বরং তিনি বিষয়টি সহজভাবেই নিয়েছিলেন। তার কথায়, “আমি অবাক হইনি, ভয়ও পাইনি। কারণ ইন্ডাস্ট্রিতে পা দেওয়ার শুরু থেকেই ‘কাস্টিং কাউচ’ শব্দটির সঙ্গে পরিচিত ছিলাম। এর জন্য কোনো ভয় নেই, ওটা তো আমাদের ইন্ডাস্ট্রিতে জলভাত!
আরো পড়ুন: প্রেম করে মন্ত্রীকে বিয়ে, এখন ১২৪ কোটির মালিক অভিনেত্রী