নাগার উপর খেপেছেন শোভিতা, কিন্তু কেন?

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১১:১৬ এএম

ছবি: সংগৃহীত
গত বছরের ডিসেম্বরে অভিনেত্রী শোভিতা ধূলিপালার সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন নাগা চৈতন্য। বিয়ের পর থেকে শোভিতার প্রশংসায় পঞ্চমুখ নাগা। স্ত্রী যে তার জীবনের সম্বল সে কথা জানিয়েছেন। তবে এর মাঝেই এমন এক ভুল করে বসেন নাগা যে স্বামীর উপর রেগে গিয়েছেন শোভিতা।
এ বার নাগার উপর রেগে গেলেন শোভিতা। খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে নাগার সিনেমা ‘থান্ডেল’। এই সিনেমায় একটি গান রয়েছে ‘বুজ্জি থালি’। সেটা শুনেই নাগার উপর চটেছেন শোভিতা। আসলে বাড়িতে নাকি শোভিতাকে ভালবেসে ‘বুজ্জি থালি’ ডাকেন নাগা। গানটি শোনার পরই শোভিতা অভিযোগ করেন যে নামটা একান্ত তাদের ব্যক্তিগত সেটা কেন প্রকাশ্যে আনলেন নাগা? যদিও পরে অবশ্য স্ত্রীর মান ভাঙাতে সক্ষম হয়েছেন নাগা।
২০২১-এ অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর সঙ্গে বিবাহবিচ্ছেদের পথে হেঁটেছিলেন নাগা। দীর্ঘ চার বছরের দাম্পত্য ছিল তাদের। কিন্তু তার মধ্যেই শুরু হয় জটিলতা। তাই বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছিলেন। সামান্থার সঙ্গে সম্পর্কে থাকাকালীনই নাকি শোভিতার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন নাগা। যদিও নাগা বা শোভিতা কেউই তখন সেই সম্পর্কের কথা স্বীকার করেননি। গত ডিসেম্বরে শোভিতার সঙ্গে নতুন অধ্যায়ের সূচনা করার পর থেকেই বার বার কটাক্ষের মুখে পড়তে হয়েছে নাগাকে। নেটপাড়ার একাংশ সরব হয়েছে, সামান্থার সঙ্গে প্রতারণা হয়েছে এই দাবিতে।