×

বিনোদন

২৯ এ পা রাখছে প্রাচ্যনাট, থাকছে নানা আয়োজন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৫, ০২:২৮ পিএম

২৯ এ পা রাখছে প্রাচ্যনাট, থাকছে নানা আয়োজন

ছবি : ভোরের কাগজ

   

আগামী ২১ ফেব্রুয়ারি ২৯ বছরে পদার্পণ করছে প্রাচ্যনাট। ২৯ বছরে পদার্পণ উপলক্ষ্যে প্রাচ্যনাট আয়োজন করতে যাচ্ছে মাসব্যাপী নানা আয়োজন। মাসব্যাপী এই আয়োজনের উদ্বোধনী দিন ১ ফেব্রুয়ারি বাংলা‌দেশ শিল্পকলা একা‌ডেমির পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চস্ত হবে প্রাচ্যনাট প্রযোজনা-৩৫ ‘পুলসিরাত’।

নাটক প্রদর্শনীর পূর্বে সন্ধ্যা ৬টায় থাকছে প্রদীপ প্রজ্জলন ও উদ্ধোধনের গান। ৭ ফেব্রুয়ারি প্রাচ্যনাট মহড়া কক্ষে থাকছে উঠান নাটক ও মজমা (আমন্ত্রিতদের জন্য)। ওই দিন সন্ধ্যা ৭টায় প্রাচ্যনাট মহড়া কক্ষে মঞ্চস্ত হবে নাটক ‘রিড ইন দ্যা নেম অফ মাই ডেথ’। রাত ৮টায় থাকছে মাজমা (গান ও আড্ডা)।

১৫ ফেব্রুয়ারি আকতারুজ্জামান ইলিয়াস স্মরনোৎসবে বগুড়া শিল্পকলা একাডেমিতে সন্ধ্যা ৭টায় মঞ্চস্ত হবে নাটক ‘খোয়াবনামা’। ১৬ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টায় বর্ষপূর্তি উপলক্ষ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল হলে খোয়াবনামা নাটকটির আরো একটি প্রদর্শনী অনুষ্ঠিত হবে। 

আরো পড়ুন : সড়ক দুর্ঘটনায় আহত অভিনেত্রী শাহনাজ খুশি

২১ ফেব্রুয়ারি সন্ধ্যা ৫-৬টায় মহিলা সমিতির বাহিরাঙ্গনে থাকছে অকেষ্ট্রা পারফর্মেন্স ও প্রাচ্যনাটের গান। সন্ধ্যা ৭টায় মহিলা সমিতি মঞ্চে মঞ্চস্ত হবে ‘নাটক কিনু কাহারের থেটার’।

২২ ফেব্রুয়ারি বিকাল ৪টায় বাংলাদেশে শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল হলের বহিরাঙ্গনে অনুষ্ঠিত হবে উন্মুক্ত আলোচনা। সন্ধ্যা ৭টায় এক্সপেরিমেন্টাল হলে মঞ্চস্ত হবে টরেন্টো থিয়েটার ফোকস্, কানাডার নাটক এক জুড়া জুতা। ২৩ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টায় এক্সপেরিমেন্টাল হলে টরেন্টো থিয়েটার ফোকস্, কানাডার ‘এক জুড়া জুতা’ নাটকটি আরো একটি প্রদর্শনী অনুষ্ঠিত হবে। ২৮ ফেব্রুয়ারি মাসব্যাপী এই আয়োজনের সমাপনী দিনে বাংলাদেশে শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে বিকাল ৩টায় শিশুদের জন্য থাকছে নানা আয়োজন। থাকছে চিল্ড্রেন থিয়েটার শো, পাপেট শো, ওয়ার্কশপ। সন্ধ্যা ৫টায় থাকছে প্রাচ্যনাটের বন্ধু সংগঠন গুলোর পথনাটক প্রর্দশনী এবং লোকশিল্পীদের পরিবেশনা । ৭টায় থাকছে বন্ধু গানের দলের পরিবেশনা। এছাড়াও ওই দিন চিত্রশালা মিলনায়তনের উন্মুক্ত গ্যালারীতে প্রাচ্যনাটের সকল চিত্রশিল্পী ও আলোকচিত্রীদের শিল্পকর্ম প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

প্রাচ্যনাট’র ক্রিয়েটিভ ডিরেক্টর আজাদ আবুল কালাম বলেন, ‘প্রাচ্যনাট সংগ্রাম আনন্দ আর সৃজনে আটাশ বছর পার করে উনত্রিশে পা দিচ্ছে। এই যাত্রায় প্রাচ্যনাট বাংলাদেশের মানুষের আশা আকাঙ্খা আর উত্থানের সঙ্গী হয়েছে, আর থাকতেও চায় মানুষের সান্নিধ্যে তার আগামীর উন্মেষে।’

আহব্বায়ক (উৎসব উদযাপন পরিষদ) সাইফুল ইসলাম জার্নাল বলেন, ‘বিক্ষিপ্ত এই সময়ে সবাইকে নিয়ে একসঙ্গে চলা জরুরি, আর সংস্কৃতি চর্চায় তো সেটা অবশ্যই দরকার। সেই প্রয়োজনীয়তা অনুভব করে আমরা (প্রাচ্যনাট) পুরো আয়োজন সাজিয়েছি। যেখানে বরাবরের মত নিজেরাসহ বন্ধু সংগঠনদের অংশগ্রহণটাও নিশ্চিত করার চেষ্টা করেছি। দর্শকরা আমাদের সকল আয়োজনের প্রাণ, তারা সঙ্গে থাকলেই সব সফল হবে রঙিন হবে।’

সম্পাদক (প্রশাসন) শতাব্দী ওয়াদুদ বলেন, ‘২৯ বছর একটা নাটকের দলের জন্য বিরাট ব্যাপার! যারা সেচ্ছাশ্রমের ভিত্তিতে নিজেদের শৈল্পিক অনুভূতিগুলো প্রকাশ করতে চায়!  প্রাচ্যনাটের শুরুতে আমাদের বয়স ছিলো অল্প কিন্তু স্বপ্ন ছিলো অসীম! আজ এতোদিন পর আমাদের বয়স বেড়েছে কিন্তু স্বপ্নগুলো র‍য়ে গেছে একইরকম।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App