এবার মাহিরার প্রেমে মজেছেন সিরাজ!

কাগজ ডেস্ক
প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৫, ১০:৩০ এএম

ছবি: সংগৃহীত
বিগ বস-১৩ খ্যাত পাঞ্জাবি অভিনেত্রী মাহিরা শর্মার প্রেমে মজেছেন ভারতীয় ক্রিকেটার মোহাম্মদ সিরাজ। সম্প্রতি সোশ্যাল প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে মাহিরার একটি পোস্টে প্রতিক্রিয়া দিয়েছেন ডানহাতি এই পেসার। যার পরেই ওঠে এই গুঞ্জন। তবে বিষয়টি নিয়ে এখনো মুখ খোলেনি কেউ। খবর টাইম অব ইন্ডিয়ার।
ভারতীয় গণমাধ্যমটি বলছে, মাহিরা ও সিরাজের প্রেমের খবর খুব ভালোভাবেই নিয়েছে নেটিজেনরা। জানাচ্ছে শুভকামনাও। তবে প্রেমের বিষয়ে সিরাজ ও মাহিরা এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি। এমনকি খবরটি গুঞ্জন কিনা তাও তারা বলেননি। বর্তমানে নিজেদের ভালো ও খারাপ লাগার বিষয়গুলো জেনে নিচ্ছেন তারা।
গত নভেম্বরে মাহিরার পোস্টে সিরাজের রিয়্যাক্টের বিষয়টি তার অনুসারীরা দেখে ফেলে। আর ওই সময় থেকেই ইনস্টাগ্রামে একে অপরকে অনুসরণ করছেন দুজন। যা তাদের প্রেমের গুঞ্জনকে আরো বাড়িয়ে তুলছে।
সোশ্যাল মিডিয়াতে মাহিরা ও সিরাজের সম্পর্ক নিয়ে নানা ধরনের প্রতিক্রিয়া আসতে শুরু করেছে। একজন ব্যবহারকারী মাহিরা শর্মার ছবিতে মন্তব্য করেছেন, ‘আমরা সিরাজ ভাইয়ের মন্তব্যের জন্য অপেক্ষা করছি।’
আরেকজন লিখেছেন, ‘মিয়া ভাই, ডিএসপি সিরাজের সম্পর্ক কে আনবে?’ আরেকজন লেখেন, ‘ডিএসপি স্যার তাকে তার প্রেমের জন্য গ্রেপ্তার করেছেন।’
ভারতীয় পেসার সিরাজের প্রেমের গুঞ্জন এবারই নতুন নয়। এর আগে সংগীত শিল্পী আশা ভোসলের নাতনি জানাই ভোসলের সঙ্গে তার প্রেমের গুঞ্জন উঠেছিল। ছড়িয়ে পড়েছিল কিছু ছবিও। গুঞ্জনের আগুন দীর্ঘস্থায়ী হওয়ার আগেই তাতে পানি ঢেলে দেন সিরাজ ও জানাই। মাহিরার সঙ্গেও প্রেমের খবরটি গুঞ্জন কিনা, তা এখন সময়ই বলবে।