×

বিনোদন

কঙ্গনার সিনেমায় বঙ্গবন্ধু, অভিনেতা কে?

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৫, ০৯:৫৩ পিএম

কঙ্গনার সিনেমায় বঙ্গবন্ধু, অভিনেতা কে?

ছবি: সংগৃহীত

   

বলিউডের আলোচিত-সমালোচিত অভিনেত্রী কঙ্গনা রানাউত নির্মিত ও অভিনীত ‘ইমার্জেন্সি’ এক সপ্তাহ আগে মুক্তি পেয়েছে। এতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চরিত্রে অভিনয় করেছেন টালিউড অভিনেতা ঋষি কৌশিক। তবে শুরু থেকে এ নিয়ে কোনো কথা বলেননি তিনি। সিনেমাটি মুক্তির এক সপ্তাহ পরে নিজের লুক শেয়ার করেছেন ঋষি। পাশাপাশি এই চরিত্র ও কঙ্গনার সঙ্গে কাজের অভিজ্ঞতাও জানিয়েছে তিনি।

২০২২ সালে কঙ্গনার প্রযোজনা প্রতিষ্ঠান ঋষির কিছু ছবি চেয়েছিল। পরে তিনি জানতে পারেন, বঙ্গবন্ধুর চরিত্রে তাকে নির্বাচন করা হয়েছে। ঋষি বলেন, আমি খুবই অবাক হয়েছিলাম। কারণ আমার চেহারার সঙ্গে বঙ্গবন্ধুর কোনো মিল নেই।

চরিত্রের লুকসেট করতে একদিনের জন্য মুম্বাই পাড়ি দেন ঋষি। তিনি বলেন, মেকআপের পর নিজেকে চিনতে পারছিলাম না। মেকআপ শিল্পীরা জানান, তারা ৯০ শতাংশ লুক মিলিয়ে দিয়েছেন।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সোশ্যাল মিডিয়ায় বঙ্গবন্ধুর লুকে নিজের কয়েকটি ছবি পোস্ট করেছেন ঋষি। অভিনেতা জানান, প্রস্থেটিক রূপটানের জন্য প্রায় তিন ঘণ্টা লাগতো। দিল্লি ছাড়া আসামে সিনেমাটির শুটিং করেছি। কিন্তু এখনো ছবিটি দেখিনি। তবে পরিচিতদের থেকে প্রতিক্রিয়া পাচ্ছি। যারা আগে থেকে জানতেন তারা ছবি দেখে প্রশংসা করছেন। আবার অনেকেই আমাকে দেখে চিনতেও পারেননি। বিষয়টি বেশ মজার।

সিনেমাটিতে ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করেছেন কঙ্গনা। কিন্তু তার সঙ্গে ঋষির কোনো দৃশ্য ছিল না। তবে নির্মাতা কঙ্গনাকে ফ্লোরে সবসময় পেয়েছিলেন তিনি। অভিনেতা বলেন, অসাধারণ একজন মানুষ কঙ্গনা। পরে ইউনিটের থেকেই জানতে পারি, বঙ্গবন্ধুর চরিত্রের জন্য তিনিই আমাকে নির্বাচন করেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App