জন্মদিনে হৃতিককে প্রাক্তন স্ত্রী-প্রেমিকার শুভেচ্ছা, যা লিখলেন

কাগজ ডেস্ক
প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৫, ০৪:১৯ পিএম

ছবি: সংগৃহীত
বলিউড সুপারস্টার হৃতিক রোশন। বয়স তার কাছে কেবল একটি সংখ্যা। জন্মদিনে যেন সেই কথা ফের একবার প্রমাণ করে দিলেন তিনি। শুক্রবার (১১ জানুয়ারি) ছিল এই সুপারস্টারের জন্মদিন। আর সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে শুভেচ্ছা জানালেন প্রেমিকা সাবা আজাদ থেকে শুরু করে প্রাক্তন স্ত্রী সুজান খানও।
সামাজিক যোগাযোগমাধ্যমে সাবা হৃতিকের সঙ্গে এক গুচ্ছ ছবি ভক্ত ও অনুরাগীদের মধ্যে শেয়ার করে নিয়েছেন। কখনো তারা দাঁড়িয়ে রয়েছেন রোদ মেখে, সমুদ্রতটে। কখনো আবার ঘরের মধ্যে, আদুরে। কোনো ছবিতে আবার হৃতিক বসে রয়েছেন আপনমনে। সামাজিক যোগাযোগমাধ্যমে এসব ছবি শেয়ার করে সাবা লিখেছেন, ‘সূর্যের চারদিকে প্রদক্ষিণ করার আরো একটি বছর পূর্ণ করায় তোমাকে শুভেচ্ছা। তুমিই আমার জীবনের আলো। চিরকাল তোমায় ঘিরে রাখুক আনন্দ আর উচ্ছ্বাস।’ সাবার এই শুভেচ্ছা বার্তার কমেন্টে অনেকেই হৃতিককে শুভেচ্ছাবার্তা জানিয়েছেন। রিচা চাড্ডা লিখেছেন, ‘শুভ জন্মদিন মিস্টার রো।’
অন্যদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে হৃতিককে শুভেচ্ছা জানিয়েছেন তার প্রাক্তন স্ত্রী সুজানও। তিনি লিখেছেন, “শুভ জন্মদিন। সঙ্গে ‘কাহো না... প্যায়ার হ্যায়’ সিনেমার ২৫ বছরও উদযাপন হোক।”
উল্লেখ্য, সদ্য দ্বিতীয়বার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ‘কাহো না... প্যায়ার হ্যায়’ সিনেমাটি। দ্বিতীয়বার মুক্তির পরও সিনেমাটি ভালো ব্যবসা করেছিল। আর এই সিনেমার নায়িকাও সামাজিক যোগাযোগমাধ্যমে হৃতিককে শুভেচ্ছা জানিয়েছেন। অন্যদিকে, সোশ্যাল মিডিয়ায় হৃতিককে শুভেচ্ছা জানিয়েছেন আমিশা প্যাটেলও। হৃতিকের সঙ্গে একটি অল্প বয়সের ছবি শেয়ার করে করেছেন আমিশা। সেই ছবিতে আবার হৃতিকের চোখ বন্ধ।
জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে আমিশা লিখেছেন, “শুভ জন্মদিন হৃতিক আর আমাদের সিনেমা কাহো না... প্যায়ার হ্যায়-এ ২৫ বর্ষপূর্তি। জোড়া উদযাপন। এই ছবিটি আমার বাড়িতে উদযাপনের সময় তোলা। কী সুন্দর একটা সফর তৈরি করেছিলাম আমরা। ২০২৫-এ আবার ‘গদর’ সিনেমা আসবে।”