মা হচ্ছেন অভিনেত্রী ইলিয়ানা

কাগজ ডেস্ক
প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৫, ১০:৪৭ এএম

ছবি : সংগৃহীত
গত বছর জুন মাসেই ছেলের মুখ প্রকাশ্যে এনেছেন ইলিয়ানা। আর এবার নতুন বছরের শুরুতেই যেন নতুন সুসংবাদ দিলেন তিনি। সামাজিক মাধ্যমে পোস্ট করলেন এমন এক ছবি, যা দেখে ইলিয়ানাকে ঘিরে নতুন গুঞ্জন। আবার নাকি মা হতে চলেছেন ইলিয়ানা।
বিয়ের আগেই অন্তঃসত্ত্বা! আর তা নিয়েই বিতর্কের মুখে পড়েছিলেন বলিউড অভিনেত্রী ইলিয়ানা ডিক্রুজ। তবে বিতর্ক থামাতে ২০২৩ সালের মে মাসে বিয়ে করেন। তারপর আগস্টে ইলিয়ানার কোল জুড়ে আসে পুত্রসন্তান।
বিষয়টা একটু খোলসা করা যাক। সম্প্রতি ইলিয়ানা একটি ছবি পোস্ট করেছেন সামাজিক মাধ্যমে। যেখানে দেখা যাচ্ছে প্রেগন্যান্সি কিট হাতে অভিনেত্রী রয়েছেন। তবে ছবি পোস্ট করলেও নতুন সন্তান আসার কথা স্পষ্ট করেননি ইলিয়ানা। এই ছবি দেখেই বলিপাড়ায় গুঞ্জন, ইলিয়ানা বুঝি ফের মা হতে চলেছেন।
অস্ট্রেলিয়ার ফটোগ্রাফার অ্যান্ড্রিউ নিবোনের সঙ্গে সম্পর্কে ছিলেন ইলিয়ানা। একাধিকবার তার সঙ্গে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন।
২০১৯ সালে দুজনের বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসে। অ্যান্ড্রিউ এ বিষয়ে কোনো মন্তব্য না করতে চাইলেও ইলিয়ানা বিচ্ছেদের খবর স্বীকার করে নেন। এরপর শোনা যায়, ক্যাটরিনা কাইফের ভাই সেবাস্টিয়ান লরেন্ট মিশেলের সঙ্গে প্রেম করছিলেন ইলিয়ানা। কিন্তু এই রটনা বেশি দিন টেকেনি।