
প্রিন্ট: ০৪ মে ২০২৫, ০৬:৩৯ পিএম
ফারুকীর পরিবর্তন নিয়ে জানালেন বাসার ‘উপদেষ্টা’ তিশা

কাগজ ডেস্ক
প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৫, ১০:২৮ পিএম

ছবি: সংগৃহীত
বিদায়ী বছরের ১৩ ডিসেম্বর মুক্তি পেয়েছে নির্মাতা ও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর ‘৮৪০’ ছবিটি। সম্প্রতি তার স্ত্রী অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা কথা বলেন ফারুকীর পরিবর্তন ও ‘৮৪০’ সিনেমা প্রসঙ্গে।
একটা সময় ছোট পর্দায় নিয়মিত ছিলেন অভিনেত্রী তিশা। এখন কাজ করছেন ক্যামেরার পেছনে। তবে তার মতে এখন দায়িত্ব বেড়েছে। সবটাই নিখুঁতভাবে সামলাতে হচ্ছে। বর্তমানে কী নিয়ে ব্যস্ত রয়েছেন তিশা এই প্রশ্নে তিনি বলেন, মেয়ে ইলহাম আর ‘৮৪০’ নিয়েই ব্যস্ত রয়েছেন তিনি।
বলেন, শনিবার বিকেল ছবির মুক্তির প্রসঙ্গেও। খুব শিগগির সেই সুসংবাদ দেবেন বলেও জানান তিশা। উপদেষ্টা হওয়ার পর ফারুকীর অবস্থান নিয়ে তিশা বলেন, বাসাতেতো আমিই ‘উপদেষ্টা’ (মুচকি হেসে)। তবে ফারুকীর তেমন কোনো পরিবর্তন আমি লক্ষ্য করিনি। শুধু পরিবর্তন হয়েছে আগে ছবিয়ালের জন্য কাজ করতো এখন করে পুরো দেশের মানুষের জন্য। এটা খুব ভালো লাগে।
তিশা জানান, আমার কাজের অনুপ্রেরণা হলো দর্শক ভক্তরা এবং সাংবাদিক ভাইয়েরা। তারা পাশে থাকলেই আমি ভালোভাবে কাজ করে যেতে পারবো।
টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার
- ১৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:৩৯ পিএম
- ১৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:৩৮ পিএম