×

বিনোদন

সোনুকে মুখ্যমন্ত্রী হওয়ার প্রস্তাব, যা বললেন অভিনেতা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৪, ১২:২৪ পিএম

সোনুকে মুখ্যমন্ত্রী হওয়ার প্রস্তাব, যা বললেন অভিনেতা

ছবি : সংগৃহীত

   

ভারতীয় বলিউড অভিনেতা সোনু সুদ এ মুহূর্তে তার আসন্ন ছবি ‘ফতেহ’র মুক্তি ও প্রচার নিয়ে ব্যস্ত রয়েছেন। একাধিক মহল থেকে রাজনীতিতে যোগদান করার লোভনীয় প্রস্তাব এসেছে বলিউড তার কাছে।

সোনু বলেন, আমাকে মুখ্যমন্ত্রীর পদের প্রস্তাবও দেয়া হয়েছিল। আমি সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছি। পরে আবার উপমুখ্যমন্ত্রী হতে বলা হয়েছে। দেশের অন্যতম প্রভাবশালীরা চেষ্টা করেছিলেন আমাকে দলে টানার।

তারা বলেছিলেন— তোমাকে নির্বাচনে লড়তে হবে না। শুধু রাজনীতিতে যোগ দাও আর আমার সঙ্গে থাকো।

দেশের অন্যতম প্রভাবশালীরা তাকে রাজনীতিতে আনার জন্য আপ্রাণ চেষ্টা করেছিলেন। তা দেখে বেশ অবাক হয়েছিলেন সোনু। অভিনেতা বলেন, অধিকাংশ মানুষই ক্ষমতা ও অর্থের লোভে রাজনীতি করে। এর কোনোটাতেই আমার আগ্রহ নেই। 

তিনি বলেন, আমি নিজের মতো করে মানুষকে সাহায্য করছি। কাউকে আমার কোনো উত্তর দেয়ারও নেই। রাজনীতিতে থাকলে অনেক দায় থাকে। সেটি আমি ভয় পাই। মানুষকে সাহায্য করার জন্য আমার মুক্ত বাতাসের প্রয়োজন। আমি রাজনীতির বাঁধনকে ভয় পাই।

এর আগে করোনাকালে ‘মসিহা’ তকমা পেয়েছিলেন সোনু সুদ। পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরাতে তার বিশেষ ভূমিকা ছিল। সাধারণ মানুষ যে কোনো সমস্যাতেই তাকে ডেকে সাড়া পেয়েছিলেন। রাজনীতির সঙ্গে যোগাযোগ না রেখেও যে মানুষের জন্য কাজ করা যায়, তা প্রমাণ করেছিলেন সোনু সুদ। অতিমারিতে ত্রাতা হয়ে উঠেছিলেন এ অভিনেতা।

অনেকেই আশা করেছিলেন, এর পর হয়তো রাজনীতির ময়দানেই অভিনেতার দেখা মিলবে। কিন্তু সোনু নিজেই সেসব জল্পনা ভুল প্রমাণ করেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App