বাংলাদেশে ১০ টাকার কয়েন আসছে!

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৪, ০৫:৫৯ পিএম

ছবি: সংগৃহীত
বাংলাদেশের মুদ্রাবাজারে আসছে ১০ টাকা মূল্যমানের কয়েন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) নিজের ফেসবুক পেজে এক পোস্টে এ দাবি করেছেন দেশের জনপ্রিয় অভিনেত্রী অপি করিম। স্ট্যাটাসে তিনি লিখেছেন, বাংলাদেশে ১০ টাকার কয়েন আসছে! সেই সঙ্গে একটি ছবি ট্যাগ করেছেন তিনি।
HiFi Digital নামের এক ফেসবুক পেজ থেকে হুবহু এই পোস্ট করেছেন অপি করিম। খোঁজ নিয়ে দেখা যায়, সেটি একটি পাবলিক রিলেশনস এজেন্সি। জনসংযোগ সংস্থা ও অপি করিমের ভাষ্য আদৌ আশার আলো দেখে কিনা, এখন সেটাই দেখার বিষয়।
এর আগে ২০১৬ সালের ২৬ সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংকের তখনকার প্রধান অর্থনীতিবিদ ড. বিরূপাক্ষ পাল জানিয়েছিলেন, শীঘ্রই বাংলাদেশের মুদ্রাবাজারে আসছে ১০ টাকা মূল্যমানের কয়েন। মূল্যস্ফীতির সঙ্গে তাল মিলিয়ে ধাতব মুদ্রার ব্যবহার ধরে রাখতে এ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক।
তিনি বলেছিলেন, ২০১৭ সালের শুরু থেকেই ১০ টাকার কয়েন বাজারে আসতে পারে। মূল্যস্ফীতির সঙ্গে তাল মিলিয়ে কয়েনের ব্যবহার ধরে রাখতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া কয়েন ব্যবহারে বেশ কিছু সুবিধা রয়েছে। কারণ এটি টাকার মতো সহজে নষ্ট হয় না। টাকার চেয়ে কয়েন বহন করতেও সুবিধা হয়।
অর্থনীতিবিদ আরো বলেছিলেন, ধাতব মুদ্রার ব্যবহার ধরে রাখতে ভবিষ্যতে প্রয়োজনে ২০ এবং ২৫ টাকার কয়েন বাজারে ছাড়বে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশের মুদ্রাবাজারে বর্তমানে ১, ২, ও ৫ টাকার কয়েন রয়েছে।