ড. ইউনূসকে বাবা ডাকতে হলে ডাকবো: জয়

বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৪, ০৯:২০ পিএম

ছবি: সংগৃহীত
অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় বলেছেন, জমি পাওয়ার জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মা ডেকেছি, দরকার হলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস স্যারকেও বাবা ডাকবো। বুধবার (১১ ডিসেম্বর) মোস্তফা সরয়ার ফারুকীর পরিচালনায় রাজনৈতিক স্যাটায়ার নিয়ে ‘৮৪০’-এর বিশেষ প্রিমিয়ার শো শেষে তিনি এসব কথা বলেন। তিনি এ ছবিতে অভিনয়ও করেছেন।
জয় বলেন, আমার জমির দরকার আছে। তাই ড. ইউনূস স্যারকে বাবা ডাকতে হলেও ডাকবো। সাবেক প্রধানমন্ত্রীকে মা বলে জমি চেয়েছি বলে আমি মোটেও অনুতপ্ত না। একটা জিনিস পাওয়ার জন্য বাবা, দাদা, মা ডাকা যায়। আর আমি আমার কাজের জন্য ভবিষ্যতেও ডাকবো। তবে হ্যাঁ আমি তখনও বলেছি গত সরকার যেভাবে স্বৈরাচার হয়ে উঠেছিল আর তাদের পতনের জন্য যত লোক প্রাণ দিয়েছে- তা অনেক সেন্সেটিভ ইস্যু হয়ে দাঁড়িয়েছে। আর ওই সকাররের প্রধানকে আমি মা বলেছি; সেটার জন্য আমি অনুতপ্ত।
উল্লেখ্য, ২০১৪ সালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে রাজধানীর পূর্বাচলে একটি প্লটের আবেদন করেছিলেন অভিনেতা জয়। আবেদনে শেখ হাসিনাকে মা বলে সম্বোধন করেন। ২০১৯ সালে ওই আবেদনপত্র সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট বদলে যাওয়া পর সেই আবেদনপত্রটি ফের ভাইরাল হয়।