অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন তৌহিদ আফ্রিদি

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৪, ০৪:১৩ পিএম

তৌহিদ আফ্রিদি
জুলাই বিপ্লবে ছাত্র জনতার বিপক্ষে থাকার অভিযোগ রয়েছে কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির বিরুদ্ধে। ফলে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই আড়ালে তিনি। তবে ফের আলোচনায় আসেন বিয়ের খবর সামনে আসায়।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশকিছু ছবি ছড়িয়ে পড়ে তৌহিদ আফ্রিদির। ছবিগুলো বিয়ের। যেখানে বরের সাজে দেখা যায় তাকে। কনের বেশে আছেন টিকটকার রাইসা। এতে অনেকের ধারণা বিয়ে করেন তৌহিদ আফ্রিদি-রাইসা। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন তৌহিদ আফ্রিদি।
তিনি বলেন, ‘আমি গাড়িতে বসে শুনি গোপনে বিয়ে করলেন তৌহিদ আফ্রিদি! আরে, বিয়ে তো গোপনে করিনি, আমি বিয়ের ছবি আপলোড দেওয়ার আগে আপলোড হয়ে গেছে। ভেবেছিলাম বাসায় যাব, এরপর সবাইকে বিয়ের খবর জানাব। কিন্তু সে সময় আর কই পেলাম। অনেকেই ছবি পোস্ট করেছে। আসলে জন্ম, মৃত্যু, বিয়ে—এটা সম্পূর্ণ মহান আল্লাহ তাআলাই লিখে রাখেন। কার, কখন, কোথায়, কীভাবে বিয়ে হবে, এখানে কারও হাত নেই। আমি আমার মাকে নিয়ে কনে দেখতে গিয়েছিলাম, পরিবারকে নিয়ে দেখতে গেছি, ওখানেই কাবিন হয়ে গেছে।’
তবে রাইসাকে বিয়ে করেননি তৌহিদ আফ্রিদি। তার বোন রামিসা আল রিসার সঙ্গে কাবিন হয়েছে তার। বিষয়টি নিয়ে বলেন, ‘সমস্যা হচ্ছে, মানুষ আসলে কনফিউজড হয়ে গেছে, তারা তো যমজ বোন। যমজ বোন হওয়ার কারণে আমার শালিকে (শ্যালিকা) অনেকে আমার ওয়াইফ বলা শুরু করেছে। এসব এক দিক থেকে হাস্যকর লাগে।’
সবশেষে এ কনটেন্ট ক্রিয়েটর বলেন, ‘বিয়ে তো একটা দায়িত্ব। সবার কাছে দোয়া চাইব, আমার জীবনটাকে যেন গুছিয়ে রাখতে পারি। আমার জন্য দোয়া করবেন, যাতে সব সময় আপনাদের মাঝে এভাবে ভালোবাসা নিয়ে থাকতে পারি। আমি এখন আমাদের টেলিভিশন চ্যানেল মাই টিভি নিয়ে ব্যস্ত। উপস্থাপনা করছি। ইউটিউব কনটেন্ট বানানোর কাজ করব।’
প্রসঙ্গত, সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ছড়ানোর পর থেকেই তৌহিদ আফ্রিদির বক্তব্যের অপেক্ষায় ছিলেন নেটিজেনরা। অবশেষে নিজের মুখ খুললেন তিনি।