×

বিনোদন

‘ভুয়া ভুয়া’ স্লোগান, স্টেজ থেকে বিদায় নিয়ে যা বললেন পরীমণি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৪, ১০:৫৯ পিএম

‘ভুয়া ভুয়া’ স্লোগান, স্টেজ থেকে বিদায় নিয়ে যা বললেন পরীমণি

ছবি: সংগৃহীত

   

শোরুম উদ্বোধন করতে গিয়ে অনাকাঙ্খিত ঘটনার সম্মুখীন হলেন ঢাকাই সিনেমার আলোচিত ও জনপ্রিয় নায়িকা পরীমণি। পরীর শোরুম উদ্বোধন অনুষ্ঠানে এবারই প্রথম নিরাপত্তা কর্মী, আয়োজক ও দর্শকদের মধ্যে তুমুল হট্টোগোল বেধে যায়। ঘটনার একপর্যায়, পরীকে উদ্দেশ করে দর্শকরা ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে শুরু করলে বাধ্য হয়ে স্টেজ থেকে বিদায় নেন এই অভিনেত্রী।

শনিবার (১৬ নভেম্বর) যমুনা ফিউচার পার্কের একটি শোরুম উদ্বোধন করতে যান পরীমণি। সেখানে পরীমণিকে দেখতে ছুটে আসেন তার অসংখ্য ভক্ত। ছোট স্পেজ হওয়ায় নিরাপত্তার কথা চিন্তা করে অগণিত ভক্তদের অনেককেই স্টেজের সামনে জড়ো হতে দিচ্ছেলেন না সিকিউরিটি গার্ডরা। বিষয়টি মেনে নিতে পারেননি দর্শক। 

ক্ষুদ্ধ জনতা ও দর্শকদের অভিযোগ, সিকিউরিটি গার্ডরা স্টেজের সামনে শুধু ঢুকতেই বাধা দেননি। তারা মেয়েদের গায়ে হাত দিয়ে নির্দিষ্ট স্থান থেকে সরিয়ে দিয়েছেন। যা ক্ষোভ তৈরি করে উপস্থিত দর্শকদের।

এদিকে ঘটনাস্থলে হট্টোগোল বেধে যাওয়ায় পরিস্থিতি সামলাতে পরীমণি মাইক হাতে নিয়ে উত্তেজিত জনতা, দর্শকদের শান্ত করতে চেষ্টা করেন। বলেন, প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমি দুঃখিত যে আপনাদের ঢুকতে দেয়া হচ্ছে না।

পরী আরো বলেন, আমার সাথে কখনও এমন ঘটেনি। প্লিজ আপনারা শান্ত হন। আপনাদের সহযোগিতাতেই আজ আমি এখানে। আপনাদের জন্যই আজ আমি এখানে এসেছি। আপনারা প্লিজ নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি বন্ধ করেন। আপনারা প্লিজ কারো প্রতি ক্ষোভ, কারো প্রতি অভিমানে বিশৃঙ্খলা করবেন না।

এরপরই ভক্তরা আরও উত্তেজিত হয়ে পড়েন। ‘অনেক হয়েছে’- এই বলে পরীমণিকে উদ্দেশ করে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে শুরু করেন তারা। এমন পরিস্থিতি দেখে ‘আমার আর কিছুই বলার নেই’- বলে স্টেজ ছেড়ে চলে যান পরী।

অনাকাঙ্খিত ঘটনাকে কেন্দ্র করে ওইদিনই রাতে একটি স্ট্যাটাস শেয়ার করেন পরী। লেখেন, যেখানে আমার সামনে আমার সাংবাদিক ভাই, বন্ধু, কলিগরা অসম্মানিত হয় সেখানে আমি কি করে সম্মানিত বোধ করবো?

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App