‘ওমর’ দেখুন ৩৫ টাকায়

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৪, ০৬:৪০ পিএম

‘ওমর’ সিনেমার পোস্টার
দৃশ্য–সংলাপে রহস্যটা জিইয়ে রাখতে পেরেছেন নির্মাতা মোহাম্মদ মোস্তফা কামাল রাজ। ট্রেইলার দেখে একটি মৃত্যুর ঘটনা জানা গেলেও এর আগে–পরের তেমন কিছু বোঝা যায়না।
বলা হচ্ছে ’ওমর’ সিনেমার ট্রেইলারের কথা। এতে থাকা রহস্যের শেষ দেখতে চাইলে অপেক্ষা করতে হবে আর কিছু দিন। ’ওমর’ সিনেমাটি এক্সক্লুসিভলি ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে আসছে ২১ নভেম্বর।
চলতি বছরের রোজার ঈদে মুক্তি পাওয়া সিনেমাটি যারা প্রেক্ষাগৃহে দেখতে পারেননি, তাদের জন্য সুবর্ণ সুযোগ হতে যাচ্ছে এটি। এতে করে ঘরে–বাইরে যেখানে খুশি সিনেমাটি দেখতে পারবেন সুবিধামত সময়ে। আর যারা প্রেক্ষাগৃহে সিনেমাটি দেখে ফেলেছেন, তারা চাইলে আবারও চরকিতে দেখে নিতে পারবেন ’ওমর’।
মজার ব্যাপার হলো ‘ওমর’ সিনেমাটি চরকিতে দর্শকরা দেখতে পারবেন প্রেক্ষাগৃহের মতো টিকেট কেটে। তবে ম্যানুয়ালি নয় ডিজিটালি। প্রেক্ষাগৃহের মতো ২০০ থেকে ৫০০ টাকা লাগবে না, ‘ওমর’ দেখতে লাগবে মাত্র ৩৫ টাকা।
‘চরকি টিকেট’–এ ‘ওমর’ দেখতে চাইলে মোবাইলে ইনস্টল করে নিতে হবে চরকি অ্যাপ, অথবা ব্রাউজ করতে হবে www.chorki.com এ। মোবাইল নম্বর বা ই–মেইল দিয়ে করে নিতে হবে লগইন। ‘ওমর’ সিনেমাতে ক্লিক করলেই গ্রাহকরা পাবেন পেমেন্ট অপশন; পছন্দের গেটওয়েতে পেমেন্ট করে দেখে নিতে পারবেন সিনেমাটি।
বিদেশ থেকে দেখতে চাইলে একই ধাপ পার করতে হবে দর্শকদের। ভারতের দর্শকরা ৩৫ রুপিতে দেখতে পাবরেন ‘ওমর’। বাংলাদেশ–ভারত বাদে অন্য দেশ থেকে দেখতে চাইলে দর্শকদের দিতে হবে ১ দশমিক ৯৯ ডলার।
‘ওমর’ সিনেমাটি চরকিতে মুক্তির মাধ্যমে আরও অনেক দর্শকের কাছে ছড়িয়ে যাবে বলে মনে করেন এর নির্মাতা মোহাম্মদ মোস্তফা কামাল রাজ।
তিনি বলেন, ‘চরকিতে ’ওমর’ মুক্তির মাধ্যমে বিভিন্ন দেশের দর্শকরা সিনেমাটি দেখতে পারবেন। দেশ ও দেশের বাইরে থেকে যারা এতদিন ধরে জানিয়ে আসছিলেন সিনেমাটি দেখতে চান, তাদের জন্যই সিনেমাটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি দেয়া। আশা করি সবাই সিনেমাটি দেখবেন, সিনেমাটি ওটিটির দর্শকদেরও চাহিদা মেটাতে পারবে বলে আমার আশা। বাকিটা দর্শকরাই বলে দেবে।’
চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেদওয়ার রনি জানান, ’ওমর’ সিনেমাটি চরকির জন্য এক্সক্লুসিভ কনটেন্ট। এটি যেন সহজভাবে সবাই দেখতে পারেন সেজন্যই ৩৫ টাকায় ‘টিভিওডি’ বা ‘ট্রানজেকশনাল ভিডিও অন ডিমান্ড’ পদ্ধতিতে সিনেমাটি মুক্তি দেয়া। দর্শকরা আনন্দের সঙ্গে সিনেমাটি উপভোগ করতে পারলেই এ চেষ্টা সার্থক হবে বলে মনে করেন তিনি।
মোহাম্মদ মোস্তফা কামাল রাজের পরিচালনায় সিনেমাটিতে অভিনয় করেছেন শরিফুল রাজ, নাসির উদ্দিন খান, শহীদুজ্জামান সেলিম, আবু হুরায়রা তানভীর, ফজলুর রহমান বাবু, আরফান মৃধা শিবলু, রোজী সিদ্দিকসহ অনেকে।
ছবিটির গল্প লিখেছেন ও চিত্রনাট্য করেছেন সিদ্দিক আহমেদ, সিনেমাটোগ্রাফিতে ছিলেন রাজু রাজ। মাস্টার কমিউনিকেশনের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেছেন খোরশেদ আলম।