×

বিনোদন

আফরান নিশো

‘এখন সিনেমাকেই বেশি প্রাধান্য দিচ্ছি’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৪, ০৭:৪৩ পিএম

‘এখন সিনেমাকেই বেশি প্রাধান্য দিচ্ছি’

আফরান নিশো

   

জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। ওপার বাংলায়ও রয়েছে তার অসংখ্য ভক্ত। এরই মধ্যে তার অভিনীত সিনেমা মুক্তি পেয়েছে, কুড়িয়েছেন প্রশংসাও। এরপর থেকেই নিশোর পরবর্তী কাজ দেখার অধীর অপেক্ষায় সিনেমাপ্রেমীরা। এবার ভক্তদের সুখবর দিলেন নিশো। এ অভিনেতা জানালেন, প্রতি বছরই বেশ কিছু সিনেমা নিয়ে হাজির হবেন তিনি।

বুধবার (৩০ অক্টোবর) ‘বাংলাদেশ এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে হাজির হয়েছিলেন নিশো। অনুষ্ঠান শেষে গণমাধ্যমে নিশো বলেন, আমার ক্যারিয়ারে এখন সিনেমার প্রাধান্যই বেশি। ‘সুড়ঙ্গ’ সিনেমার পর আসলে ওইভাবে আর কোনো কনটেন্টে কাজ করিনি। যদিও অনেকেই বলেছেন সময়টা একটু বেশিই নিয়ে ফেলেছি। কিন্তু আমার কাছে সময় নেওয়া না নেওয়া কোনো বিষয়ই নয়। সবই আল্লাহর উছিলায় হয়। তিনি যখন দিক-নির্দেশনা দেন তখন সেটা ঘটে। আমি সবসময় পজিটিভ থাকি।

সময়ের সঙ্গে ইচ্ছার পরিবর্তন হয়েছে। তা জানিয়ে নিশো বলেন, আমি যখন মডেলিং করেছি, তখন ভাবিনি যে আমি নাটকে কাজ করব। ভেবেছিলাম মডেলই হবো। নাটক শুরু করার পর যখন দর্শকদের কাছ থেকে গুড ভাইব পাই, তখনো ভাবিনি আমি অভিনেতা হবো। পরে কাজ করতে গিয়ে যখন ইচ্ছা তৈরি হয়, প্যাশন কাজ করে, পাশাপাশি যখন প্রফেশনালি কাজটা করতে পারছি, তখন প্রপারলি অভিনয়টা শুরু করি।

প্রসঙ্গত, প্রতি বছর একাধিক সিনেমায় কাজ করার বিষয়টি জানিয়ে নিশো বলেন, এরপর আমার সিনেমার জার্নি। আমার খুব ইচ্ছা যে, প্রতি বছরই বেশ কিছু সিনেমা নিয়ে আসার। আমার সঙ্গে যেসব পরিচালক-প্রযোজকের সম্পর্ক ভালো তারাও কিন্তু এটা চায়। তবে শুধু সিনেমা নয়, যেকোনো ভালো গল্পের কাজের পাশাপাশি ভালো পারফর্ম করতে চাই।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App