×

বিনোদন

আরো সন্তান চান আলিয়া

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৪, ০৪:০৭ পিএম

আরো সন্তান চান আলিয়া

আলিয়া ভাট

   

বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। প্রায় ১ যুগের অভিনয় ক্যারিয়ারে অসংখ্য দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন। নিজেকে ভেঙে বার বার প্রমাণ করেছেন। কাজের স্বীকৃতিস্বরূপ পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও।

ব্যক্তিগত জীবনেও সংসারী হয়েছেন আলিয়া ভাট। এরই মধ্যে সন্তানের মা হয়েছেন তিনি। কন্যা-স্বামী-সংসারের পাশাপাশি অভিনয়েও সরব এই অভিনেত্রী। আইএমডিবির ‘আইকনস অনলি’-কে দেওয়া সাক্ষাৎকারে ব্যক্তিগত ও পেশাগত জীবন নিয়ে কথা বলেছেন আলিয়া।

এ আলাপচারিতায় ভবিষ্যৎ পরিকল্পনা জানতে চাইলে আলিয়া ভাট বলেন, ‘আরো সিনেমা করতে চাই। সেটা কেবল অভিনেত্রী হিসেবে নয়, প্রযোজক হিসেবেও। আরো বাচ্চা চাই, আরো ভ্রমণ করতে চাই, সুস্থ, সুখী, খুব সাধারণ, শান্তিপূর্ণ, পূর্ণ প্রকৃতির জীবন চাই।’

বিশেষ কোনো মাইলফলক স্পর্শ করতে চান কিনা? এ প্রশ্নের জবাবে আলিয়া ভাট বলেন, ‘মাইলস্টোন বিষয়টি এমন, যে বিষয়ে আপনার সচেতন হওয়া উচিত নয়। এটি জীবনের অংশ হিসেবে আসবে। সুতরাং আপনি এটিকে পাশে রেখে সামনে এগিয়ে যান। এর সঙ্গে খুব বেশি যুক্ত হবেন না, এখান থেকে বেশি কিছু আশাও করবেন না। বরং আপনি আপনার কাজগুলো করতে থাকুন।’

২০১৮ সালে রণবীর কাপুরের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান আলিয়া। তারপর দীর্ঘ দিন চুটিয়ে প্রেম করেন এই যুগল। তাদের প্রেম-বিয়ে নিয়ে জলঘোলা কম হয়নি। সব জল্পনার অবসান ঘটিয়ে ২০২২ সালের ১৪ এপ্রিল মুম্বাইয়ের পালি হিলসের রণবীরের ‘বাস্তু’ বাড়িতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা। একই বছরের ৬ নভেম্বর কন্যা সন্তানের জন্ম দেন আলিয়া।

প্রসঙ্গত, আলিয়া অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘জিগরা’। অ্যাকশন ঘরানার এ সিনেমা পরিচালনা করেছেন ভাষণ বালা। গত ১১ অক্টোবর ভারতের ২ হাজার পর্দায় মুক্তি পায় এটি। কিন্তু বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে সিনেমাটি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App