‘ভিলেজ রকস্টার টু’ আসাম থেকে বুসান সেরা

কাগজ ডেস্ক
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৪, ০৯:০৭ পিএম

ছবি: সংগৃহীত
ভারতের আসামের নারী পরিচালক রিমা দাসের ‘ভিলেজ রকস্টারস টু’ বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৯তম আসরে জিসোক বিভাগে প্রথম পুরস্কার জিতেছে। শুক্রবার (১১ অক্টোবর) রাতে বুসান সিনেমা সেন্টারের বিআইএফএফ আউটডোর থিয়েটারে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে এই পুরস্কার ঘোষণা করা হয়।
অসমিয়া ভাষায় নির্মিত ‘ভিলেজ রকস্টারস টু’ রিমা দাসের পূর্ববর্তী সিনেমা ‘ভিলেজ রকস্টারস’ (২০১৭)-এর সিক্যুয়াল। সিনেমার কাহিনী একটি ছোট অজপাড়াগাঁয়ের কিশোরী ধুনুর রকস্টার হওয়ার স্বপ্নকে কেন্দ্র করে গড়ে উঠেছে। দারিদ্র্যের সাথে যুদ্ধ করতে থাকা ধুনুর চরিত্রে আবারো অভিনয় করেছেন ভনিতা দাস। তার মায়ের ভূমিকায় রয়েছেন বাসন্তী দাস, এবং বড় ভাইয়ের চরিত্রে অভিনয় করেছেন মানবেন্দ্র দাস।
বুসান চলচ্চিত্র উৎসবে জিসোক পুরস্কারটি প্রয়াত প্রোগ্রাম ডিরেক্টর কিম জিসোকের স্মরণে দেয়া হয়। এই বিভাগে সাধারণত ৩টি চলচ্চিত্র পরিচালনা করা এশিয়ার প্রতিষ্ঠিত নির্মাতাদের নতুন কাজ জায়গা পেয়ে থাকে।
এবারের উৎসবে দ্বিতীয় পুরস্কার জিতেছে তাইওয়ানের নির্মাতা টম শু-য়ু লিনের ‘ইয়েন অ্যান্ড আই-লি’।
আরো পড়ুন: মণ্ডপে দুর্ঘটনার শিকার কাজল!
বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের জিসোক বিভাগে ‘ভিলেজ রকস্টারস টু’র বিজয় আসামের চলচ্চিত্র শিল্পের জন্য বড় একটি অর্জন হিসেবে গণ্য হচ্ছে।