বুসানে মেহজাবীন

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৪, ০২:৪৪ পিএম

মেহজাবীন চৌধুরী
নিজের প্রথম চলচ্চিত্র ‘সাবা’ নিয়ে বিশ্বব্যাপী ঘুরছেন দেশের শোবিজ অঙ্গনের জনপ্রিয় তারকা মেহজাবীন। টরন্টোর পর এবার বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (২-১১ অক্টোবর) মেহজাবীন চৌধুরী অভিনীত প্রথম ছবি ‘সাবা’।
উৎসবে ছবিটি প্রদর্শিত হয় ৪ অক্টোবর। মাকসুদ হোসাইন পরিচালিত ছবিটি প্রযোজনাও করেছেন মেহজাবীন। প্রিমিয়ারে দর্শক উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
আরো পড়ুন: মুখোমুখি দুই সুপারস্টার
উৎসব প্রাঙ্গণ থেকে তোলা বেশ কয়েকটি ছবি অভিনেত্রী শেয়ার করলেন ফেসবুকে। সোমবার (৭ অক্টোবর) ও বুধবার (৯ অক্টোবর) ছবিটির আরো দুটি প্রদর্শনী হবে। যার টিকিট এরই মধ্যে বিক্রি হয়ে গেছে। বুসানে এ বছর ৬৩টি দেশের ২৭৯টি ছবি প্রদর্শিত হবে।
প্রসঙ্গত, ‘সাবা’ ছবিটির দৈর্ঘ্য ৯০ মিনিটের। এর আগে টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ডিসকভারি প্রোগ্রামে নির্বাচিত হয় ‘সাবা’। অভিনেত্রী মেহজাবীন চৌধুরী এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন।