বিগ বসের এক সিজনে কত পারিশ্রমিক নিচ্ছেন সালমান? যা জানা গেল

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৪, ১২:০৫ পিএম

বিগবসে বলিউড সুপারস্টার সালমান খান। ছবি: সংগৃহীত
বলিউডের ভাইজান সালমান খান, বক্স অফিসের অন্দরে একসময় ছিলেন ১০০ কোটি ক্লাবের মুকুটহীন সম্রাট, গত কয়েক বছরে সিনেমায় সেভাবে সফলতা পাননি। তবে টেলিভিশনের দুনিয়ায় তিনি এক এবং অদ্বিতীয়। বিশেষ করে বিগ বসের হোস্ট হিসেবে তিনি যে অর্থ কামাচ্ছেন, তা সবাইকে পেছনে ফেলেছে।
গত ৬ অক্টোবর থেকে কালার্স টিভিতে সম্প্রচার শুরু হয়েছে বিগ বসের নতুন সিজন। এই বছরও শো-এর মূল আকর্ষণ হলেন সালমান খান। সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা যায়, সালমান এই মৌসুমে বিগ বস হোস্ট করার জন্য প্রতি মাসে ৬০ কোটি টাকা নিচ্ছেন। অর্থাৎ, ১৫ সপ্তাহের জন্য শো পরিচালনা করলে তার মোট আয় হবে ২৪০ কোটি টাকা।
প্রযোজক সংস্থার ঘনিষ্ঠ সূত্র হিন্দুস্তান টাইমসকে জানিয়েছেন, সালমান তার পারিশ্রমিকের পরিমাণ বাড়িয়েছেন এবং এটি ৬০ কোটি টাকার কাছাকাছি। বিগ বসের ১৫ বছরের ইতিহাসে তিনি সঞ্চালক হিসাবে যে জনপ্রিয়তা অর্জন করেছেন, তা অন্য কারো পক্ষে সম্ভব নয়।
সালমান যখন বিগ বস হোস্ট করা শুরু করেন, তখন তার পারিশ্রমিক ছিল ৫ থেকে ১০ কোটি টাকা। বর্তমানে তিনি প্রতি সিনেমায় ১০০ কোটি টাকা আয় করছেন, যা বিগ বসের ক্ষেত্রে তার পারিশ্রমিক বৃদ্ধির কারণ হয়ে দাঁড়িয়েছে।
সালমানের বিদায়ের সময় বিগ বসের রেটিং অনেক কমে যায়। কারণ, যখনই তিনি হোস্টিংয়ের দায়িত্ব থেকে সরে দাঁড়ান— কখনো আদালতের মামলায়, কখনো চলচ্চিত্রের শুটিংয়ের কারণে— তখন শোয়ের দর্শক সংখ্যা হ্রাস পায়। এ কারণেই প্রতি বছর বিগ বসের নির্মাতারা সালমানকে বেশি পারিশ্রমিক দিতে রাজি হন।
আরো পড়ুন: নিজের ওপর বিরক্ত সালমান
বর্তমানে ভারতীয় টেলিভিশনের সবচেয়ে বড় নাম হয়ে উঠেছেন সালমান খান। তার ধারেকাছেও কেউ নেই। অন্যদিকে, কপিল শর্মা তার শোয়ের প্রথম সিজনের জন্য প্রায় ৬০ কোটি টাকা আয় করেছিলেন।
সালমান খানের এই জনপ্রিয়তা এবং বিশাল পারিশ্রমিক বলিউডের টেলিভিশন চ্যানেলগুলোকে প্রবলভাবে আকৃষ্ট করছে।