×

বিনোদন

দেশের ডাকে সাড়া দিয়েছি: নওশাবা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৫৮ পিএম

দেশের ডাকে সাড়া দিয়েছি: নওশাবা

অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ। ছবি: সংগৃহীত

   

বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড ও শিল্পী কল্যাণ ট্রাস্টি বোর্ডের সদস্য হলেন অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ। পুনর্গঠিত সেন্সর বোর্ডে নওশাবার সঙ্গে সদস্য হিসেবে রয়েছেন নির্মাতা জাকির হোসেন রাজু, খিজির হায়াত খান, নির্মাতা তাসমিয়া আফরিন মৌ ও আশফাক নিপুন, লেখক মোহাম্মদ নাজিম উদ্দিন এবং চলচ্চিত্র প্রযোজক রফিকুল আনোয়ার রাসেল।

চার মাসের মাথায় রবিবার সেন্সর বোর্ড পুনর্গঠন করে প্রজ্ঞাপন জারি করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। এদিন শিল্পী কল্যাণ টাস্ট্রি বোর্ডও পুনর্গঠন করে প্রজ্ঞাপন দেয় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। সেখানেও সদস্য হিসেবে রাখা হয়েছে অভিনেত্রী নওশাবাকে। 

এ বিষয়ে কাজী নওশাবা আহমেদ জানান, এখন নতুন বাংলাদেশ গড়ে ওঠার সময়, এ সময় দেশ আমাকে ডেকেছে। আমি খুব সাধারণ মানুষ। নিভৃতে কাজ করতে পছন্দ করি, নিভৃতেই করে যাব। বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড ও শিল্পী কল্যাণ ট্রাস্টি বোর্ডে আমার সঙ্গে যারা রয়েছেন, একসঙ্গে কাজ করাই আমার উদ্দেশ্য। সংস্কারটা খুব ঠাণ্ডা মাথায় বুঝে করতে হবে। সব সময় মাথায় রাখতে হবে, জনতার জন্যই সংস্কৃতি, জনতার জন্যই চলচ্চিত্র। এখানে জবাবদিহিতা যেন অবশ্যই থাকে।

এর আগে গত ১২ মে এক বছরের জন্য চলচ্চিত্র সেন্সরবোর্ড গঠন করেছিল আওয়ামী লীগ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। সেই বোর্ডে সদস্য ছিলেন অভিনেত্রী সুজাতা আজিম, অরুণা বিশ্বাস, রোকেয়া প্রাচী, দিলারা হানিফ পূর্ণিমা, অভিনেতা আজিজুল হাকিম।

এছাড়া চলচ্চিত্র প্রযোজক খোরশেদ আলম খসরু এবং পরিচালক জাহাঙ্গীর আলমও ছিলেন বোর্ড সদস্য। পুনর্গঠিত সেন্সর বোর্ডে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিবকে চেয়ারম্যান এবং সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যানকে সদস্য সচিব করা হয়েছে।

এছাড়া পদাধিকারবলে আইন ও বিচার বিভাগের সচিব, প্রধান উপদেষ্টার প্রেস সচিব, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (চলচ্চিত্র), স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের যুগ্মসচিব পদমর্যাদার একজন প্রতিনিধি, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন-বিএফডিসির বর্তমান ব্যবস্থাপনা পরিচালক, পরিচালক সমিতির সভাপতি বোর্ডের সদস্য হিসেবে আছেন।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App