‘হাউসফুল ৫’ সিনেমা দিয়ে ফিরছেন দিনো মোরিয়া

কাগজ ডেস্ক
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪৪ পিএম

দিনো মোরিয়া
বলিউডের জনপ্রিয় কমেডি ফ্র্যাঞ্চাইজি সিনেমা ‘হাউসফুল’ এবার নতুন রূপে হাজির হচ্ছে। সিনেমার পরবর্তী কিস্তিতে যুক্ত হয়েছেন বলিউড স্টার দিনো মোরিয়া। সিনেমাপ্রেমীদের জন্য এটি একটি বড় সুখবর। নিজের অনন্য অভিনয় শৈলীতে আবারো ফিরে আসার জন্য প্রস্তুতি নিচ্ছেন এ অভিনেতা। ‘হাউসফুল ৫’-এ একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন তিনি।
‘হাউসফুল’ ফ্র্যাঞ্চাইজি তার কমেডির জন্য পরিচিত। ইতোমধ্যেই অক্ষয় কুমার, রীতেশ দেশমুখ, ফেরদৌস খান, সঞ্জয় দত্ত এবং জ্যাকি শ্রফের মতো তারকারা নিশ্চিত করেছেন সিনিমাটিতে অভিনয়ের ব্যপারে। দিনোর যুক্ত হওয়ায় সিনেমাটির প্রতি দর্শকদের আগ্রহ আরো বেড়ে গেছে। যদিও তার চরিত্রের বিস্তারিত এখনো গোপন রাখা হয়েছে। কিন্তু শোনা যাচ্ছে, তিনি সিনেমায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। মনে করা হচ্ছে ‘হাউসফুল’-এর হাস্যরস এবং হিউমারে সেটি নতুন মাত্রা যোগ করবে। খবর স্টেটসম্যানের।
প্রতিবেদনটিতে বলা হয়, দিনো মোরিয়ার ফ্র্যাঞ্চাইজিটিতে প্রবেশ মানে হলো দর্শকদের জন্য একটি নতুন অভিজ্ঞতা। তিনি সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্মে বিভিন্ন চরিত্রে অভিনয়ে সফলতা পেয়েছেন। তবে ‘হাউসফুল ৫’ সিনেমায় তার ফিরে আসা দর্শকদের জন্য বিশেষ হবে। এটি যে একটি মজার চরিত্র হতে যাচ্ছে তা এরই মধ্যে অনুমান করেছেন অনেকেই। সিনেমাটির শুটিং এই মাসের শেষের দিকে লন্ডনে শুরু হবে।
দিনো মোরিয়া প্রথম আলোচনায় আসেন ২০০২ সালে ‘রাজ’ সিনেমার মাধ্যমে এবং পরে বলিউড ও দক্ষিণী সিনেমায় তার কাজের জন্য পরিচিতি অর্জন করেন। এর কয়েক বছরের মধ্যে তিনি মূলধারার সিনেমা থেকে কিছুটা বিরতি নিন। তবে ‘হাউসফুল ৫’ এর মাধ্যমে তিনি আবারো দর্শকদের সামনে হাজির হতে চলেছেন।
আরো পড়ুন: আত্মহত্যা করেছেন মালাইকার বাবা
সব মিলিয়ে, ‘হাউসফুল ৫’ দর্শকদের জন্য একটি মজাদার হিউমারে ভরা সিনেমা হতে চলেছে।