×

বিনোদন

বিএনপির সঙ্গে আ.লীগের লোকজনের কথা বললেন হিরো আলম

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৪, ১১:২৮ এএম

বিএনপির সঙ্গে আ.লীগের লোকজনের কথা বললেন হিরো আলম

আওয়ামী লীগ ও বিএনপির লোকজন মেরেছে বলে দাবি তার। ছবি : সংগৃহীত

   

আদালতে মামলা করতে এসে মারপিট ও কান ধরে ওঠবস করানোর সঙ্গে আওয়ামী লীগ ও বিএনপির লোকজন জড়িত বলে দাবি করেছেন হাসপাতালে চিকিৎসাধীন আলোচিত ইউটিউবার আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। তিনি এখন বলছেন, তাকে আওয়ামী লীগ ও বিএনপির লোকজন মেরেছে। সোমবার বিকালে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল চত্বরে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে দাবি করেন।

হিরো আলম বলেন, আমি স্বৈরাচারদের বিরুদ্ধে কোর্টে মামলা করতে এসেছিলাম। কোনো বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে নয়। যারা আমার ওপর হামলা করেছে, তাদের মধ্যে নুরুন্নবী, নাজমুল হুদা ও অন্যদের পরিচয় বের করেছি। কারা আওয়ামী লীগ করে আর কারা বিএনপি করে তা চিহ্নিত করেছি। এ হামলা আওয়ামী লীগের সাজানো নাটক হলে বিএনপিকেই হামলাকারীদের খুঁজে বের করা উচিত। গ্রেপ্তার হলেই হামলাকারীরা চিহ্নিত হবে। আমি সব সময় অন্যায়ের প্রতিবাদ করেছি। সে আওয়ামী লীগ হোক কিংবা বিএনপি হোক। অথচ বিএনপি থেকে গুজব ছড়ানো হচ্ছে, হিরো আলম ভাইরাল হওয়ার জন্য ইচ্ছা করে মার খায় কিন্তু হিরো আলম রাজনীতি করে নয়; নাটক, গান ও অভিনয়ের মাধ্যমে ভাইরাল হয়েছে।

আরো পড়ুন : কেউ প্রমাণ দিতে পারলে পুরো শহর জুতার মালা গলায় দিয়ে ঘুরবো: হিরো আলম

আলোচিত এই ইউটিউবার দৃঢ়তার সঙ্গে বলেন, বিএনপির তারেক জিয়াকে নিয়ে কোনো দিন কটূক্তি করেননি। তিনি বলেন, বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বিরুদ্ধে মামলা করেছেন ডিবি হারুন অর রশিদের ট্র্যাপে পড়ে। বিএনপির বিরুদ্ধে কটূক্তির কোনো ফুটেজ কেউ দেখাতে পারলে গলায় জুতার মালা পড়ে শহর ঘুরব।

তিনি বলেন, তিনি অন্যায়ের প্রতিবাদ করেন, কোনো দল করেন না, কাউকে নিয়ে চলেন না, একই লড়াই করেন। আর এটাই তার অপরাধ। প্রয়োজনে মৃত্যুবরণ করবো তাও অন্যায়ের প্রতিবাদ করে যাব। হামলাকারী বিএনপি ও আওয়ামী লীগের লোকজনের বিরুদ্ধে মামলা করব। গ্রেপ্তার হলেই তাদের প্রকৃত রাজনৈতিক পরিচয় পাওয়া যাবে।

একটি রাজনৈতিক দলে যোগদান প্রসঙ্গে হিরো আলম বলেন, বঙ্গবন্ধু বড়মাপের মানুষ; তার মাজার জিয়ারত করতেই টুঙ্গিপাড়া গিয়েছিলেন; কোনো রাজনৈতিক দলের হয়ে নয়।

রবিবার দুপুরে হিরো আলম বগুড়ার দুটি আসনে নির্বাচন, তার ওপর হামলা ও ফলাফলে পরাজিত করার জন্য বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ওবায়দুল কাদের, সাবেক সিইসিসহ ৩৯ জনের বিরুদ্ধে মামলা করেন। আদালত তদন্ত করে প্রতিবেদন দাখিল করতে পিপিআইকে নির্দেশ দেন। তিনি নিচে নামার পর তারেক রহমানকে কটূক্তি ও রিজভীর বিরুদ্ধে মামলার কথা বলে কয়েকজন ব্যক্তি তাকে মারপিট এবং কানধরে ওঠবস করায়। হিরো আলম এ জন্য বিএনপির নেতাকর্মীদের দায়ী করে সাংবাদিকদের কাছে ব্রিফ করেন। পরে তাকে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App