×

বিনোদন

তীব্র সমালোচনা

‘আলো আসবেই’ গ্রুপের অ্যাডমিনের ফেসবুক স্ট্যাটাস, যা লিখলেন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৪৮ পিএম

‘আলো আসবেই’ গ্রুপের অ্যাডমিনের ফেসবুক স্ট্যাটাস, যা লিখলেন

শামীমা তুষ্টি। ছবি: সংগৃহীত

   

‘আলো আসবেই’ নামের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের স্ক্রিনশট সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তীব্র সমালোচনার মুখে পড়েছেন অভিনেত্রী শামীমা তুষ্টি। তিনি আওয়ামী লীগের সক্রিয় কর্মী এবং তার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা। এই গ্রুপের সদস্যদের মধ্যে বেশিরভাগই আওয়ামীপন্থী শিল্পী, যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন।

শনিবার (৭ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি দীর্ঘ স্ট্যাটাস প্রকাশ করে শামীমা তুষ্টি বলেন, আমি জানি, আমি যা লিখছি, তার জন্য গালি ও ট্রলের সম্মুখীন হতে পারি। তবে আমি আমার পজিশন স্পষ্ট করতে চাই।

তিনি জানান, দলের নির্দেশনা অনুযায়ী কাজ করতে হয় এবং তিনি হত্যাকাণ্ড ও শিক্ষার্থীদের বিরুদ্ধে নৃশংসতার সমর্থক নন। তুষ্টি বলেন, আমাদের অনেকেরই পজিশন নেয়া দরকার ছিল। কিন্তু আমরা কী ঘটছে তাও জানতে দেরি করেছি, উল্লেখ করেন তিনি।

তুষ্টি বলেন, আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে ছিলাম। সেখানেও বলেছি, এগুলো বন্ধ করা দরকার। কিন্তু ঘটনা এত দ্রুত ঘটছিল যে, আমি সমর্থন করি না তা আপনাদের জানানোর সুযোগ পাইনি।

তিনি দাবি করেন, আমি যে দলে ছিলাম, সেই দলের নেতাদের সব কার্যক্রম আমি সমর্থন করি না। স্ট্যাটাসের শেষাংশে তিনি শহিদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, আমার অনুভূতি নতুন নয়। আমি সবার মঙ্গল কামনা করছি।

এদিকে, তার এই স্ট্যাটাস সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে এবং তিনি অনেকেরই সমালোচনার শিকার হয়েছেন।

আরো পড়ুন: চলচ্চিত্র শিল্প এখন একটি সার্কাস

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App