যে কারণে নাফিস শরাফতকে ববিট বললেন আব্দুর নূর তুষার

কাগজ ডেস্ক
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৪, ১১:৪৩ পিএম

ডা. আব্দুর নুর তুষার। ছবি: ফেসবুক থেকে
বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘শুভেচ্ছা’র সাবেক উপস্থাপক ডা. আব্দুর নুর তুষার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন, যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। শনিবার (৩১ আগস্ট) দেয়া সেই স্ট্যাটাসে তুষার তার পুরনো দিনের সহকর্মী এবং বর্তমানে আলোচিত ধনকুবের নাফিস শরাফতের কথা উল্লেখ করেন।
তুষার তার স্ট্যাটাসে জানান, নাফিস শরাফত একসময় স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ধানমন্ডি শাখায় প্রায়োরিটি ব্যাংকিং বিভাগে কাজ করতেন। কিন্তু তার সাথে তুষারের পরিচয় আরো আগে, যখন তিনি শুধুমাত্র ছাত্র ছিলেন। নাফিস শরাফত ছিলেন চৌধুরী জাফরুল্লাহ শরাফতের ছোটভাই। ছাত্রাবস্থায় তিনি তুষারের 'শুভেচ্ছা' অনুষ্ঠানে দর্শক হিসেবে উপস্থিত থাকতেন। অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে তিনি বন্ধুদের সাথে নাচতেন, যা উপস্থাপক তুষারের দৃষ্টি এড়ায়নি।
তুষার একদিন নাফিসকে অনুষ্ঠানে তার নাচ সম্পর্কে জিজ্ঞাসা করেন এবং তখন নাফিস নিজের নামের পাশে 'ববিট' শব্দটি ব্যবহার করেন, যা ছিল তার ফ্যাশন স্টেটমেন্ট। নাফিস ওই সময়ে চোখে কালো চশমা পরতেন সবসময়, এমনকি অডিটোরিয়ামের ভেতরেও।
কিন্তু এই সাধারণ ছাত্রটিই পরে বিশাল ধনকুবের হয়ে ওঠেন। তুষারের মতে, নাফিস শরাফত শুধু অর্থের খেলাই খেলেননি, তিনি দেশের খ্যাতিমান কার্টুনিস্ট ও লেখকদের ওপরেও আক্রমণ চালানোর একাধিক ঘটনায় জড়িত ছিলেন। তার সম্পর্কে তুষার জানান, কানাডিয়ান ইউনিভার্সিটির ছাত্র-শিক্ষকরা তুষারকে দাওয়াত দেয়ার পর নাফিস শরাফত সেই দাওয়াত বাতিল করিয়ে দেন।
তুষার আরো বলেন, নাফিস শরাফত দেশ ছাড়ার কিছুদিন আগে এক প্রকাশনা অনুষ্ঠানে তার সাথে দেখা হয়েছিল। সেই সময় তিনি কানাডায় পালানোর প্রস্তুতি নিচ্ছিলেন এবং কিছুদিন পরেই তিনি দেশ ছেড়ে চলে যান, আর পেছনে রেখে যান পদ্মা ব্যাংক।
আরো পড়ুন: যেভাবে মঞ্চে গান গাইতে গিয়ে মৃত্যু হলো র্যাপারের
নাফিস শরাফতের এই যাত্রা এবং তার সাথে তুষারের এই স্মৃতিচারণ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। তুষার তার স্ট্যাটাসের শেষে উল্লেখ করেন, আজকে পত্রিকাতে নাফিজ শরাফতকে দেখে ভালোই লাগলো। ববিট মেড ইট টু হেডলাইনস।