×

বিনোদন

অবশেষে খোঁজ মিলল ফেরদৌসের!

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ আগস্ট ২০২৪, ০৯:৫৩ এএম

 অবশেষে খোঁজ মিলল ফেরদৌসের!

ফেরদৌস আহমেদ

   

গত ৫ অগস্ট প্রধানমন্ত্রীর পদ ছাড়েন শেখ হাসিনা। দেশ ত্যাগ করে আশ্রয় নেন ভারতে। আওয়ামী লীগ সদস্য ও সাবেক সংসদ সদস্য ছিলেন অভিনেতা ফেরদৌস আহমেদ। হাসিনা দেশ ত্যাগের পর থেকেই তাকে খোঁজে পাওয়া যাচ্ছিল না। অবশেষে মিলল খোঁজ। খবর: আনন্দবাজার পত্রিকার। 

ওপার বাংলায় একসময় প্রচুর ছবিতে নায়কের ভূমিকায় অভিনয় করেছেন ফেরদৌস আহমেদ। তাই অনেকেই চিন্তিত তাকে নিয়ে। খোঁজ করছিলেন তারা। ইনস্টাগ্রামে শেষবার তিনি পোস্ট করেন ২৮ জুলাই। তারপর ফেসবুকে ৩১ জুলাই একটি পোস্ট দেন। সেই শেষ। 

এদিকে ফিরদৌসের বন্ধু ঋতুপর্ণা সেনগুপ্ত তার সুস্থতা কামনা করেছেন, তিনি যাতে সুরক্ষিত থাকেন সেই প্রার্থণা করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। এসবের মাঝেই ফের ফেসবুকে সক্রিয় হলেন ফেরদৌস আহমেদ। ২০ অগস্ট বাংলাদেশের শিল্পীদের এক হওয়ার ডাক দিয়ে একটি পোস্ট করেন। তারপর ২১ আগস্ট ফের একটি ভিডিও পোস্ট করেন যেখানে আওয়ামী লিগের শক্তির উত্থানের একটি বার্তা দেন। 

যদিও অভিনেতার এই পোস্টে মন্তব্যে ভরিয়ে দিয়েছেন দেশের মানুষ। কেউ লিখেছেন, ‘‘এত দিনে ঘুম ভাঙল।’’ কেউ লিখেছেন, ‘‘এ বার ঠেলা সামলাও।’’ কেউ আবার অশ্লীল ভাষায় আক্রমণ করেছেন নায়ক-নেতাকে। যদিও কাউকেই পাল্টা জবাব দেননি ফেরদৌস আহমেদ। আপাতত কোথায় আছেন সেটাও প্রকাশ্যে আনেননি।

উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থাভাজন হিসেবে প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে ঢাকা-১০ আসনে থেকে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক ফেরদৌস আহমেদ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App