×

বিনোদন

সন্তান নিয়ে সুন্দরবন ঘুরলেন পরী (ভিডিও)

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৪, ০৬:১০ পিএম

সন্তান নিয়ে সুন্দরবন ঘুরলেন পরী (ভিডিও)

পরীমণি ও পূণ্য

   

ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা পরীমণির ছেলে শাহীম মুহাম্মদ পূণ্য তিন বছরে পা রেখেছে। শনিবার (১০ আগস্ট) ছিল পূণ্যের জন্মদিন। তাই তো ছেলের জন্মদিনের আয়োজনে যেন কোনো কমতিই রাখেননি মা পরী।

বেশ কিছু ঘরোয়া আয়োজনের পর এবার ছেলেকে নিয়ে সুন্দরবন বেড়ালেন নায়িকা। সেখানে ঘনিষ্ঠজনদের নিয়ে ছেলের জন্মদিনের বিশেষ এই মুহূর্ত কাটাতে দেখা গেল পরীমণিকে।

আরো পড়ুন: মারা গেছেন ‘পোকেমন’খ্যাত কণ্ঠশিল্পী রাচেল লিলিস

পরীর ছেলে পূণ্যের জন্মদিনের থিম ছিল সুন্দরবন ও বাঘ নিয়ে। সে অনুযায়ী ছেলের জন্মদিনের মন্ডপও সাজানো হয় বনের সাজে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিও ছেড়েছিলেন নায়িকা। এদিন পূণ্যকে দেখা যায় বাঘের সাজে।

">

তবে এটি তো ছিল শুধু শুরু! ছেলে পূণ্যর জন্য আরও কিছু আয়োজন রেখেছিলেন পরী। বিশেষ এই দিনটিকে আরও স্মরণীয় করে রাখতে ঘনিষ্ঠ কিছু শুভাকাঙ্খীদের নিয়ে পাড়ি জমান সুন্দরবন। সেখানে তাদের মধ্যমণি ছোট্ট পূণ্য। এ সময় পরীর এক সহকর্মীর কাঁধে চড়তে দেখা যায় পুণ্যকে। পুণ্যর গায়ে দেখা যায় চিতা বাঘের ডোরা কাঁটা টাইগার স্যুট। এ সময় মুঠোফোন ভিডিও ধারণ করছিলেন পরী।

আরো পড়ুন: কার সঙ্গে প্রেম করছেন সামান্থা?

সামাজিক যোগাযোগমাধ্যমে আরও কিছু ভিডিও শেয়ার করেন পরী। যাতে দেখা যায়, সুন্দরবনের মাঝ দিয়ে ছেলে পূণ্যকে কোলে নিয়ে হাঁটছেন পরী। এ সময় পূণ্য তার টাইগার ব্যান্ডটি নিজ হাতে মাথায় পরতে যাচ্ছিল। পরে একজন এসে পুণ্যের মাথায় ব্যান্ডটি ঠিকমত পরিয়ে দেন।

এক পর্যায়ে সেটি পুণ্য খুলে ব্যান্ডটি পরীর মাথায় পরিয়ে দিতে যায়। পরে সঙ্গে থাকা একজন পরীর মাথায় ব্যান্ডটি ঠিকমত লাগিয়ে দিলে আধো ভাষায় পুণ্য বলে ওঠে ‘ওয়াও’! এতে সঙ্গে থাকা পরীর ঘনিষ্ঠরা ছোট্ট পূণ্যের বিচক্ষণতায় চমকে যান। পুণ্যের সাথে তারাও বলে ওঠে ‘ওয়াও’!

">

পরে পরীর মাথা থেকে ব্যান্ডটি নিয়ে নিজের গলায় লাগিয়ে রাখে পূণ্য। এ সময় পরী মজা করতে করতে অনুরাগীদের বললেন, ওর হারে হারে দুষ্টুমি।

পরীমণি ও পূণ্যের সুন্দরবন সফরের আরও কিছু ভিডিও, ছবি ফেসবুকে শেয়ার করেন নায়িকা। সেসব ভিডিওতে পরী-পুণ্যকে নিয়ে বেশ মেতে উঠতে দেখা যায় পরীর ঘনিষ্ঠ অনুরাগীদের। নেটিজেনরাও তা দেখে বেশ সাড়া ফেলে; পূণ্যর জন্য শুভকামনা জানান তারা।

আরো পড়ুন: আরজি কর আন্দোলন সমর্থনে কী বললেন দেব?

প্রসঙ্গত, ২০২২ সালের ১০ আগস্ট জন্ম হয় পূণ্যর। শরিফুল রাজের সঙ্গে সম্পর্ক ভাঙনের পর পরীমণি তার সন্তানের জন্য হয়ে উঠেছেন ওয়ান ম্যান আর্মি। কয়েকমাস আগে একটি কন্যা সন্তান দত্তক নেন পরী।

নাম রাখা হয়- সাফিরা সুলতানা প্রিয়ম। রাজের সঙ্গে বিচ্ছেদের পর ছেলে পূণ্য ও কন্যা প্রিয়মকে সঙ্গে নিয়েই কাটছে তার সংসার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App