×

বিনোদন

দেশের বর্তমান অবস্থা পরিবর্তনে যে বিষয়ের ওপর জোর দিলেন ফারিয়া

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ আগস্ট ২০২৪, ০১:২৪ পিএম

দেশের বর্তমান অবস্থা পরিবর্তনে যে বিষয়ের ওপর জোর দিলেন ফারিয়া

শবনম ফারিয়া

   

দেশকে নতুনভাবে সাজিয়ে তোলার জন্য দেশের জনগণের প্রতি একসঙ্গে কাজ করার দাবি জানিয়েছেন অভিনেত্রী শবনম ফারিয়া। সম্প্রতি এ অভিনেত্রী আন্দোলনকারীদের সঙ্গে একাত্মতা পোষণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়েছেন। 

শবনম ফারিয়া পোস্টে লিখেছেন, ‘আমরা সবাই জানি এবং খুব স্পষ্ট ভাবে বুঝতে পারছি যে আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা ভাল না এই মুহূর্তে। যে কারণেই হোক, যেভাবেই হোক, আমরা ভাল অবস্থায় নাই!’

অভিনেত্রী বলেন, ‘আমরা যে যার জায়গা থেকে একটু চেষ্টা করলেই চলমান এই অবস্থার পরিবর্তন করতে পারি। খুব বড় কিছু যে হবে তা না, কিন্তু এইটা একটা প্র্যাকটিস। প্রথমেই শুরু করি দেশি পণ্য কেনা দিয়ে। আসে পাশের দেশের শাড়ি, কামিজ ও অন্যান্য পণ্য বাদ দিয়ে নিজেদের পণ্য ব্যবহার শুরু করি।’

পোস্টের শেষাংশে তিনি বলেন, ‘আর যারা ব্যবসা করেন, আপনারা দয়া করে গলা কাটা বন্ধ করেন। জিনিসপত্রের দাম কমান, মান ভালো করেন। আমরাই স্বাধীন ভাবে থাকতে চেয়েছি, বাক স্বাধীনতা চেয়েছি এবং তা আবারো রক্তের বিনিময়ে পেয়েছি। এখন এই অবস্থার পরিবর্তনেও আমাদের সবার এগিয়ে আসতে হবে।’

ফেসবুকে এ পোস্টের পর কমেন্ট বক্সে ফারিয়ার প্রশংসা করেছেন অনেকেই। মোশারফ হোসেন জিতু নামের একজন কমেন্ট করেন, দেশের জন্য সত্যিকার অর্থে যারা ভাবেন, তাদের একজন আপনি। আপনাকে বিপ্লবী স্যালুট।

মেহেদি মাসুদ নামের একজন ভক্ত লেখেন, খুব খুশি হবো আপনি যদি আজ থেকে দেশি কসমেটিকস ব্যবহার করতে শুরু করেন। ধরুন তিব্বত স্নো, কেয়া কসমেটিকস আর কত কী। শুরু হোক আন্দোলন, আপনাকে দিয়ে!

মাহমুদ আলম মিসকাত নামের একজন বলেন, এক কথায় আমাদের ভারত নির্ভরতা কমিয়ে আনতে হবে,এবং দেশীয় পণ্য ব্যাবহারে মনোযোগী হতে হবে, এবং দেশীয় পণ্যের মান আর ও উন্নত করার দিকে দেশীয় কোম্পানি গুলোর ও মনোযোগ দেওয়া উচিত,তাহলেই অর্থনৈতিক অবস্থা অনেকটাই স্বাভাবিক হয়ে যাবে আশা করি।

আরো পড়ুন: দেড় দশক পর পদোন্নতি পেলেন বিএসএমএমইউয়ের ১৭৩ চিকিৎসক

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে দেশে অস্থিতিশীল পরিবেশের সৃষ্টি হয়। ছাত্র-ছাত্রীদের এ যৌক্তিক আন্দোলনকে পুঁজি করে দুর্বৃত্তরা রাষ্ট্রীয় বিভিন্ন সম্পত্তি, স্থাপনায় হামলা ও ভাঙচুর চালায়। শেখ হাসিনা পদত্যাগ করেন এবং দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন। পরে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App