সিলন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে ইভানের ২ সিনেমা

কাগজ ডেস্ক
প্রকাশ: ১১ আগস্ট ২০২৪, ০৪:২৩ পিএম
ছবি: সংগৃহীত
নির্মাতা ইভান মনোয়ারের দুটি সিনেমা ‘বনলতা’ এবং ‘ফাউল’ যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াতে সিলন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে অফিসিয়ালি সিলেক্ট হয়েছে। ফিল্ম ফেস্টিভ্যালটি আগামী ২৩ থেকে ২৮ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের সান্তা বারবারায় অনু্ষ্ঠিত হবে।
এ প্রসঙ্গে নির্মাতা বলেন, দুটি ছবিই ফেস্টিভ্যালে সিলেক্ট হওয়ায় আমরা আনন্দিত। ছবি দুটি দর্শকদের ভালো লাগলে আমরা সার্থক।
আরো পড়ুন: যে কারণে মিন্টু রোডে যেতে হয়েছিল ওমর সানীকে
জানা যায়, আই থিয়েটারের প্রযোজনায় ‘বনলতা’ ও ‘ফাউল’ শর্ট ফিল্মটি নির্মাণের পাশপাশি নিজেই প্রযোজনা করেছেন ইভান মনোয়ার।
জীবনানন্দ দাশের বনলতাকে ভেঙ্গে নির্মাতা পোস্ট মর্ডান ফর্মে বনলতা ফিল্মটি বানিয়েছেন। আর ফাউলের গল্পটা নারী ফুটবলারদের কেন্দ্র করে।
প্রসঙ্গত, নির্মাতা ইভান মনোয়ার’র ছবি ‘প্যাসেঞ্জার’ গত বছর ইউরোপিয়ান ফিল্ম ফেস্ট এ বেস্ট স্টোরি এওয়ার্ড জিতেছিলো। এ বছর তিনি শাওমির গ্লোবাল ফিল্মমেকার নির্বাচিত হয়েছেন।
বিটিভি’র ছোট ছবি বড় স্বপ্ন প্রজেক্ট এর জন্য তিনি 'গ্রীন পাসপোর্ট' নামে একটি শর্ট ফিল্ম নির্মাণ করছেন।