অক্ষয়কে বিয়ের আগে টুইঙ্কলকে সাবধান করেছিলেন রাজেশ খান্না

কাগজ ডেস্ক
প্রকাশ: ৩০ জুলাই ২০২৪, ০১:৩৫ পিএম

ছবি: সংগৃহীত
২৩ বছরের দাম্পত্য জীবন অক্ষয় কুমার-টুইঙ্কল খান্নার। ভালো খারাপ মিলেই চলছে তাদের সংসার। নানা সময় একাধিক অভিনেত্রীর সঙ্গে নাম জড়িয়েছে অক্ষয়ের। তবে যে কোনো পরিস্থিতি বুদ্ধিমত্তার সঙ্গে যিনি সামাল দিয়েছেন, তিনি অক্ষয়-পত্নী টুইঙ্কল।
অক্ষয়ের সঙ্গে ঘর বাঁধার পর অভিনয় ছাড়েন টুইঙ্কল। বর্তমানে লেখিকা হিসেবে প্রতিষ্ঠিত তিনি। জামাই হিসাবে নাকি মোটেই অক্ষয়কে পছন্দ ছিল না টুইঙ্কলের বাবা রাজেশ খান্নার। অক্ষয় ও টুইঙ্কল যখন বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন সেই সময় জামাইকে নিয়ে সন্দিহান ছিলেন রাজেশ। মেয়েকে যেমন সাবধান করেছিলেন, তেমনই শক্ত হাতে হাল ধরার উপদেশ দিয়েছিলেন।
আরো পড়ুন: টালিউডের অচলাবস্থায় চুপি চুপি শুটিং!
ফিল্মফেয়ার শুটে টুইঙ্কলের সঙ্গে অক্ষয়ের প্রথম পরিচয়। তখন থেকেই তিনি টুইঙ্কলের মন জয় করার চেষ্টা করতে থাকেন। বহু চেষ্ঠার পর বাজি মাত করেন অক্ষয়। অবশেষে ‘খিলাড়ি’ কে বিয়ে করতে রাজি হন টুইঙ্কল। তবে জামাইকে নিয়ে রাজেশের সন্দেহ ছিল, এই ছেলে নাকি বড্ড নয়-ছয় করে। রাজেশ খান্না এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘এ কখন যে কী করে বুঝি না। এই ছেলে বড্ড নয়-ছয় করে।’
তবে মেয়ের পছন্দ বলে কথা! বিয়ের সময় টুইঙ্কলকে বাবা হিসাবে উপদেশ দিয়েছিলেন, শক্ত হাতে হাল ধরতে। নয়তো হাত ফস্কে বেরিয়ে যেতে পারে। অক্ষয়ের সঙ্গে সম্পর্ক নিয়ে মা ডিম্পল কাপাডিয়ার থেকেও বেশ কিছু পরামর্শ পেয়েছেন টুইঙ্কল।
অক্ষয় যখন টুইঙ্কলকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন, মা হিসাবে একটি বিশেষ পরামর্শ দিয়েছিলেন ডিম্পল। টুইঙ্কল এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, অক্ষয় তাকে বিয়ের প্রস্তাব দেয়ার পরেই ডিম্পল বলেছিলেন, এই ভাবে হবে না। আগে দু’বছর একসঙ্গে থাকো তোমরা। যদি দেখ মানিয়ে নিতে পারছ, তবেই বিয়ে করবে।