আমি মারা যাইনি, তিশার সঙ্গে ছবি পোস্ট করে বললেন আল আমিন

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৬ জুলাই ২০২৪, ০৯:০৯ পিএম

তানজিন তিশা ও কণ্ঠশিল্পী আল আমিন
তরুণ কণ্ঠশিল্পী আল আমিন বেঁচে আছেন। শুক্রবার (২৬ জুলাই) বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আল আমিন নিজেই জানিয়েছেন। তিশার সঙ্গে ছবি পোস্ট করে আল আমিন ফেসবুকে লিখেন, আমি মারা যাইনি। আমার নামের যিনি মারা গেছেন তিনি দেখতে আমার মতো হলেও আমি নই। তিনি অভিনেত্রী তানজিন তিশার সহকারী। প্লিজ আমাকে নিয়ে বিব্রতকর সংবাদ ছড়াবেন না।
তিনি আরো বলেন, ইন্টারনেট সচল হওয়ার পর থেকে অনেক সাংবাদিক আমাকে নক দিয়েছেন। আমার প্রিয় মানুষরাও জিজ্ঞেস করেছেন এটা সত্যিই কি না। এটা মিথ্যা। ছাত্র আন্দোলনের সময় ঢাকাতেই ছিলাম না। তবে এটা সত্যি আমি হলে ভালোই হত।
এর আগে অভিনেত্রী তানজিন তিশা ফেসবুকে এক পোস্টে জানান, তার ব্যক্তিগত সহকারী গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। চার বছর ধরে তিশার সহকারী হিসেবে কাজ করেছেন তিনি। তার নামও আল আমিন।
তবে কোথায় কীভাবে গুলিবিদ্ধ হয়েছেন সেটি জানাননি। তবে শরীরে দুটি গুলি লেগেছে বলে ছোট পর্দার এই অভিনেত্রী নিজের ফেসবুকে লিখেছেন। কণ্ঠশিল্পী আল আমিন ও তানজিন তিশার ব্যক্তিগত সহকারীর নাম ও দেখতে এক হওয়ায় অনেকেই কণ্ঠশিল্পী আল আমিন মারা গেছেন বলে ধারণা করেন।
উল্লেখ্য, তরুণ কণ্ঠশিল্পী আল আমিনের বাড়ি নোয়াখালীর কোম্পানীগঞ্জে। পড়াশোনা করছেন স্থানীয় মজিদ সরকারি কলেজে। সাম্প্রতিক সময়ে আলোচনায় এসেছেন এ তরুণ। পুরুষ ও নারী উভয় কণ্ঠে গান গেয়ে তাক লাগান তিনি। দেশি এবং বিদেশি খ্যাতিমান শিল্পীদের দ্বৈত গানগুলো চমৎকারভাবে পরিবেশনা তার পারদর্শিতার জায়গা। বর্তমানে তিনি পড়াশোনার পাশাপাশি গান নিয়ে ব্যস্ত সময় পার করছেন।