ঐশ্বরিয়ার সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে যা বললেন প্রসেনজিৎ

কাগজ ডেস্ক
প্রকাশ: ২৬ জুলাই ২০২৪, ০২:১৯ পিএম

চোখের বালি ছবিতে অন্তরঙ্গ দৃশ্যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঐশ্বরিয়া রাই।
প্রয়াত নির্মাতা ঋতুপর্ণ ঘোষের বহুল প্রশংসিত সিনেমা ‘চোখের বালি’। ২০০৩ সালে মুক্তির পর ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ অনেক পুরস্কারই জিতেছিল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঐশ্বরিয়া রাই, রাইমা সেন অভিনীত সিনেমাটি। ছবিতে প্রসেনজিৎ ও ঐশ্বরিয়ার বেশ কয়েকটি অন্তরঙ্গ দৃশ্য ছিল। এবার ছবির সাহসী দৃশ্য নিয়ে মুখ খুললেন প্রসেনজিৎ। খবর হিন্দুস্তান টাইমস।
ঐশ্বরিয়ার সঙ্গে সাহসী দৃশ্যগুলোতে অভিনয় সম্পর্কে নিজের অভিজ্ঞতা নিয়ে প্রসেনজিৎ বলেন, দৃশ্যগুলো ছিল ‘ম্যাজিকাল’ ও ‘অবিশ্বাস্য’। তিনি ঐশ্বরিয়ার কাজের প্রতি নিষ্ঠা ও অভিনেত্রীর পেশাদারত্বেরও প্রশংসা করেছেন। তিনি বলেন, যখনই আমরা সেটে যেতাম, একটা ম্যাজিক হতো। ছবিতে আমাদের অনেক সাহসী দৃশ্য ছিল, তবে ঋতু সেখানে থাকায় সবকিছু ঠিকঠাকভাবে করা হয়ে যেত।
আরো পড়ুন : যীশুকে নিয়ে কঠিন সিদ্ধান্ত মেয়ের
অভিনেতা বলেন, ঐশ্বর্য খুব ভালো ও মিষ্টি। আমরা এখনো মাঝে মাঝে দেখা করি। প্রয়াত পরিচালক, বন্ধু ঋতুপর্ণ ঘোষের কথাও উল্লেখ্য করে প্রসেনজিৎ জানান, তার সঙ্গে সেটে নানা বিষয় নিয়ে বন্ধুত্বপূর্ণ তর্ক হতো। সেই সূত্র ধরেই সেটের নানা কথা এসে পড়ে।
তিনি বলেন, ঐশ্বর্য সেটে সাবেকি বাঙালি খাবার খেতেন। প্রায়ই তারা খাবার ভাগ করে খেতেন, এই সুন্দর মুহূর্তগুলো তাদের বন্ধুত্বকে আরো গাঢ় করেছিল। তবে শুধু খাবার দেয়া-নেয়া নয়, নানা বিষয় নিয়ে প্রসেনজিৎ ও ঋতুপর্ণের তর্ক বাঁধলে তা সামাল দিতেন অভিনেত্রী। আর এসব মিলিয়ে প্রসেনজিতের সঙ্গে ঐশ্বরিয়ার ভালো সম্পর্কও গড়ে ওঠে।
এ প্রসঙ্গে প্রসেনজিৎ বলেন, চোখের বালি”র সেটে, ঋতু ও আমি প্রায়ই নানা বিষয় নিয়ে তর্ক জুড়তাম। আমরা সকালের জলখাবারের জন্য বাঙালি কচুরি আর মিষ্টি অর্ডার করতাম। ঐশ্বরিয়া খেতে খেতে জিজ্ঞাসা করত, তোমরা দুজন কেন তর্কাতর্কি করো? ঋতু আর আমি একসঙ্গে অনেক ছবি করেছি, আমরা খুব ভালো বন্ধু কিন্তু তাও বিতর্ক আমাদের মধ্যে তৈরি হতোই।
কথায় কথায় প্রসেনজিৎ ঐশ্বরিয়ার স্বামী ও অভিনেতা অভিষেক বচ্চনেরও প্রশংসা করেন। তিনি বলেন, অভিষেক আমার দেখা সবচেয়ে মিষ্টি ছেলেদের মধ্যে একজন। তারা দুজনই খুব ভালো।