×

বিনোদন

ইমরান হাশমির কটাক্ষ

কঙ্গনা আজকাল আর পুরস্কার পান না

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ জুলাই ২০২৪, ০৭:৫৯ পিএম

কঙ্গনা আজকাল আর পুরস্কার পান না

ছবি: সংগৃহীত

   

বলিউডে প্রায়ই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। চকচকে মঞ্চ, দুর্দান্ত নাচগান, ঝাঁকে ঝাঁকে তারকাদের দেখা মেলে এই সব অনুষ্ঠানে। কিন্তু যারা পুরস্কৃত হন তারা কতটা কাজের নিরিখে খেতাব পান আর কতটা দলবাজি করে, এই প্রসঙ্গে আলোচনা চিরন্তন।

এর আগে কঙ্গনাও এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, এই ধরনের পুরস্কার বিতরণী অনুষ্ঠান কোনো কাজের নয়! 

এবার এই পুরস্কারকে কেন্দ্র করেই কঙ্গনা রানাওয়াতের কথার কটাক্ষ করে বসলেন ইমরান হাশমি। সম্প্রতি এক সাক্ষাৎকারে হাশমিকেও প্রশ্ন করা হয় কঙ্গনার এই মন্তব্য উল্লেখ করে। তখনই কটাক্ষের সুরে অভিনেতা বলে বসেন, “কাজের নয় কেনো? কঙ্গনা আজকাল আর পুরস্কার পান না বলে!”

আরো পড়ুন: ‘কল্কি’র সিক্যুয়েলে থাকছেন না দীপিকা!

সহ-অভিনেত্রীর প্রতি কটাক্ষ করলেও অভিনেতা নিজেও এই ধরনের পুরস্কার বিতরণী অনুষ্ঠানকে খুব কাজের বলে মনে করেন না। হাশমি নিজেও জানান, এই ধরনের অনুষ্ঠানে খুব একটা যান না তিনি। আরো বলেন, “আমি একবার একটা পুরস্কার পেয়েছিলাম তাই গিয়েছিলাম। তারপরে এই ধরনের পুরস্কারের নেপথ্যের খেলাটা বুঝতে শুরু করলাম।”

অভিনেতা আরো জানালেন, অনুষ্ঠানে পারফর্ম করার বিষয়টি অবশ্য আলাদা। কিন্তু উদ্যোক্তাদের জন্য পারফর্ম করলে যে পুরস্কার পাওয়া সহজ হয়, তার ইঙ্গিত খানিকটা সে দিকেই। পুরো বিষয়টিকে বিনিময় চুক্তির তকমা দিয়েছেন হাশমি।

এই ধরনের অনুষ্ঠানকে সরাসরি খারাপ না বললেও, কটাক্ষ করতে ছাড়েননি ইমরান। বলেন, “যারা নিজেদের বসার ঘর সাজাতে চান তারা অনুষ্ঠানে নাচগান করে পুরস্কার নিয়ে আসুক!” ভালো অভিনেতার খেতাবের নেপথ্যে যদি এই ধরনের বিনিময় চুক্তি থাকে তা হলে কী লাভ! “খুব ভালো অভিনয় করেছি, এই বলে নিজের পিঠ চাপড়াতে পারব না আমি! পুরস্কারের সঙ্গে সততা জড়িয়ে থাকতে হবে। না হলে ওই পুরস্কারের কোনো মূল্য থাকবে না।”

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App