মুক্তি পেয়েছে ‘মা কালি’র টিজার

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৮ জুলাই ২০২৪, ১১:৪৪ এএম

মুক্তি পেয়েছে ‘মা কালি’র টিজার। ছবি: সংগৃহীত
মুক্তি পেয়েছে ‘মা কালি’ সিনেমার টিজার। ইতিহাসের এক কালো অধ্যায় নিয়েই তৈরি হয়েছে এই সিনেমাটি। সিনেমায় মূখ্য ভূমিকায় অভিনয় করেছেন অভিনেত্রী রাইমা সেন এবং অভিষেক সিং। প্রকাশিত টিজার নিয়ে ইতোমধ্যেই আলোচনা শুরু হয়েছে সবখানে।
টিজারে দেখা গেছে সিনেমার গল্পের কিছুটা ঝলক। দেশভাগের সময় মানুষের কষ্ট, যন্ত্রণা এবং অত্যাচারের কথা উঠে এসেছে এই সিনেমাটিতে। ব্রিটিশদের বাংলা ভাগের পরিণাম যে কী ভয়ংকর হয়েছিল, কীভাবে তা মানুষের জীবনকে বিষিয়ে তুলেছিলো সিনেমায় সে যন্ত্রণাই ফুটে উঠেছে।
সিনেমার গল্প আবর্তিত হতে দেখা গেছে স্বাধীনতার সময়কালকে জুড়ে। উঠে এসেছে দেশভাগের গল্প আর সেসময়কার গণহত্যার নৃশংসতা। কীভাবে ভারত ভাগের আগুন বাংলা থেকে সমগ্র দেশে ছড়িয়ে পড়েছিল তাও দেখানো হয়েঠে টিচারটিকে। একটি পরিবারকে কেন্দ্র করেই বলা হয়েছে সেকালের সাধারণ মানুষের যন্ত্রণার কথা। বাংলার পাশাপাশি অন্যান্য ভাষাতেও মুক্তি পাবে এই সিনেমাটি।