যে কারণে মেয়ের জন্মের পর শ্বশুরের কাছে ক্ষমা চেয়েছিলেন শাহিদ

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৮ জুলাই ২০২৪, ০৯:৩৪ এএম

ছবি: সংগৃহীত
বলিউডের পাওয়ার কাপল শাহিদ কাপুর ও মীরা রাজপুতের বিয়ের ৯ বছর কেটে গেছে। বিয়ের এক বছর পরেই তাদের কোল জুড়ে আসে কন্যাসন্তান মিশা। মিশা জন্মের পরে শাহিদের প্রথম প্রতিক্রিয়া কী ছিলো অভিনেতা সে কথা এক পুরনো সাক্ষাৎকারে জানিয়েছিলেন।
এবার নতুন চর্চায় বলিউডের এই পাওয়ার কাপল। মিশা হওয়ার পরেই নাকি শ্বশুরকে ফোন করে ক্ষমা চেয়েছিলেন শাহিদ। কন্যাসন্তান হওয়ার জন্যই তড়িঘড়ি শ্বশুরকে ফোন করে ক্ষমা চান শাহিদ।
তবে এর পিছনে রয়েছে একটি মজার ঘটনা।
সাক্ষাৎকারে শাহিদ বলেছিলেন, ‘মেয়ে হয়েছে শুনেই ফোন করি। এক বছর আগে আমার বিয়ে হয়েছিলো। মীরার বাবাকে ফোন করে বলি, ‘বাবা, বিয়ের সময় আমি আপনাকে কোনো ভাবে বিরক্ত করিনি তো? করে থাকলে আমায় ক্ষমা করবেন।’ কারণ, এ বার তিনিও মেয়ের বাবা। ভবিষ্যতে যদি তাকেও তার জামাই কোনো ভাবে বিরক্ত করে! তাই আগেভাগেই নিজের শ্বশুরের কাছে ক্ষমা চেয়ে নেন শাহিদ।
আরো পড়ুন: ৪ কারণে ভারত ছেড়ে লন্ডনে স্থায়ী হচ্ছেন বিরুষ্কা!
শাহিদ জানান, মিশা হওয়ার এক বছর আগে মীরার সঙ্গে বিয়ে হয়। বিয়ের সময় জামাই হিসেবে শ্বশুরকে কোনো ভাবে বিরক্ত করে ফেলছেন কি না, তা নিয়ে দ্বিধা-দ্বন্দ্ব ছিলো শাহিদের মনে। কারণ, এবার তিনিও মেয়ের বাবা। ভবিষ্যতে যদি তাকেও তার জামাই কোনো ভাবে বিরক্ত করে তাই আগেভাগেই নিজের শ্বশুরের কাছে ক্ষমা চেয়ে নেন শাহিদ।
মিশা হওয়ার পরেই শাহিদের কল্পনায় আসে, এই মেয়েরও এক দিন বিয়ে হয়ে যাবে। অভিনেতা জানান, কন্যাসন্তান হওয়ার অনুভূতি অসাধারণ। কিন্তু পাশাপাশি আগামী ৩০ বছরের ছবিও তার চোখের সামনে ভেসে উঠেছিল।
উল্লেখ্য, ২০১৫- এর ৭ জুলাই সাত পাকে বাঁধা পড়েছিলেন শাহিদ কাপুর ও মীরা রাজপুত। ২০১৬- এর ২৬ আগস্ট তাদের কোলে আসে মিশা। ২০১৮- এর ৫ সেপ্টেম্বর পুত্রসন্তান জেইনের জন্ম দেন মীরা। তাদের দাম্পত্য কলহ নিয়ে কখনো কোনো মুচমুচে খবর রটেনি ইন্ডাস্ট্রির অন্দরে। বরং তারা সুখী দাম্পত্যের নজির গড়েছেন বারবার।