×

বিনোদন

বুবলীকে হুমকি দিলেন পরিচালক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ জুন ২০২৪, ১১:২৭ পিএম

বুবলীকে হুমকি দিলেন পরিচালক

ছবি: সংগৃহীত

   

চিত্রনায়িকা শবনম বুবলীকে নিয়ে নিজের সবশেষ সিনেমা ‘রিভেঞ্জ’-এ কাজ করেছেন নির্মাতা ও প্রযোজক মোহাম্মদ ইকবাল। ছবিটি প্রেক্ষাগৃহে ঈদুল আজহায় মুক্তি পেয়েছে। 

তবে সিনেমা মুক্তির পর থেকেই নায়িকা ও নির্মাতার দূরত্ব প্রকাশ্যে আসে। যেই দূরত্বের জন্য বুবলীকে দায়ী করে ইকবাল দাবি করেন, সিনেমা মুক্তির পরেও প্রচারণায় আসেননি নায়িকা। নিজেকে দূরে সরিয়ে রেখেছেন। 

যে কারণে বুবলীকে নিজের পরবর্তী সিনেমা ‘বিট্রে’ থেকে বাদ দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান ইকবাল। তবে বুবলী দাবি করেন, তিনি নিজেই ওই সিনেমা থেকে সরে এসেছেন। 

কারণ হিসেবে অভিনেত্রী বলেন, ‘আমার পরিবার বলেন, সহশিল্পী বলেন, স্বামী বলেন এবং সব সম্পর্কের ঊর্ধ্বে আমার সন্তানের বাবা বলেন তাকে নিয়ে যদি কোনো ব্যক্তি অসম্মানজনক কোনো মন্তব্য করেন, আমি অবশ্যই সে ব্যক্তিকে এড়িয়ে চলবো।’

বুবলীর এই বক্তব্য ভালোভাবে নেননি ইকবাল। এবার নায়িকাকে হুঁশিয়ারি দিয়ে সাবধান করার পাশাপাশি শিল্পী সমিতিতে বুবলীর নামে অভিযোগ জানানোর হুমকিও দিয়েছেন।   

আরো পড়ুন: শাকিবকে ‘স্বামী’ বলায়, হাসি থামাতে পারছেন না অপু

বুবলীর বক্তব্যের বিরোধীতা করে ইকবাল বলেন, ‘বুবলী যদি সিনেমা থেকে সরে দাঁড়ায়, তাহলে আমার সাইনিং মানি এবং ৪০ শতাংশ শুটিংয়ের টাকা ফিরিয়ে দিক। যেহেতু সে নিজে থেকে সরে দাঁড়ানোর কথা বলেছে। এ নিয়ে আমি শিল্পী সমিতিতে লিখিত অভিযোগ জানাবো।’

ইকবাল আরো বলেন, ‘একবার কক্সবাজার শুটিং শুরু করার আগে বুবলীকে সেট থেকে বের করে দিয়েছিলাম। বলেছিলাম- তোমাকে দরকার নেই, বের হয়ে যাও। ম্যানেজারকে বলেছিলাম- ঢাকায় ফেরার জন্য বিমানের টিকিট করে দিতে। নিজের ভুল বুঝতে পেরে তার এক ঘণ্টা পর এসে বুবলী শুটিং করেছিলো।’

বুবলীকে কেনো শুটিং সেট থেকে বের করে দেয়া হয়েছিলো জানতে চাইলে এই পরিচালক বলেন, ‘এটা এখন বলা যাবে না। যদি কখনো এ নিয়ে বলতে হয় তখন সব খুলে বলবো।’ 

এর আগে ইকবালকে নিয়ে বুবলী বলেন, যেদিন থেকে দেখেছি, শাকিব খানকে নিয়ে ইকবাল ভাই আপত্তিকর মন্তব্য শুরু করেছেন, তখন থেকেই আমি তাকে এড়িয়ে চলি। এরপর ইকবাল ভাই আমাকে নিয়েও বেফাঁস কথা বলা শুরু করলেন। এসব পরিস্থিতির আগেই “রিভেঞ্জ” ও “বিট্রে” সিনেমার শ্যুটিং শুরু হয়, যার কারণে পেশাগত জায়গা থেকে কাজগুলো শেষ করেছি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App