×

বিনোদন

‘কে এই কঙ্গনাজি? উনি কি বড় অভিনেত্রী?’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ জুন ২০২৪, ০৮:৫২ এএম

‘কে এই কঙ্গনাজি? উনি কি বড় অভিনেত্রী?’

কঙ্গনা রানাওয়াত ও অভিনেতা আন্নু কাপুর

   

বলিউড অভিনেতা আন্নু কাপুর। ‘হামারে বারাহ’ ছবির সংবাদ সম্মেলনে প্রশ্ন করে বসলেন ‘কে এই কঙ্গনাজি? উনি কি সুন্দরী?’ সংবাদ সম্মেলন অনুষ্ঠানে তিনি কঙ্গনার থাপ্পড়–কাণ্ড নিয়ে নিজের মতও জানিয়েছেন।

অনেক আইনি ঝামেলা পার হয়ে অবশেষে শুক্রবার (২১ জুন) মুক্তি পেয়েছে ‘হামারে বারাহ’ ছবিটি। ছবিটি ৭ জুন মুক্তির পাওয়ার কথা থাকলেও নানা ঝামেলায় মুক্তির দিন পিছিয়ে ১৪ জুন করা হয়। এদিনেও মুক্তি পায়নি আন্নু কাপুর অভিনীত ছবিটি। গত বুধবার বোম্বে হাইকোর্ট ‘হমারে বারাহ’ ছবিটি মুক্তির ওপর থেকে নিষেধাজ্ঞা সরিয়ে নিয়েছে। আর কিছু আপত্তিকর সংলাপ মুছে ছবিটি মুক্তির অনুমতি দেয়ায় শুক্রবার ভারতে বড় পর্দায় মুক্তি পেয়েছে ‘হামারে বারাহ’।

বড় পর্দায় শুক্রবার মুক্তি পেয়েছে ‘হামারে বারাহ’

ধর্মকে ঘিরে ‘আপত্তিকর’ কিছু সংলাপের কারণে ছবিটি মুক্তির স্থগিতাদেশ দিয়েছিলেন আদালত। ছবিটির বিরুদ্ধে অনেকেই অভিযোগ তুলেছেন, ধর্মের বিরুদ্ধে নির্মাতারা আঙুল তুলেছেন। এমনকি এই ছবিতে দেশের ক্রমবর্ধমান জনসংখ্যার জন্য শুধু এই ধর্মের মানুষদের কেনো দায়ী করা হয়েছে বলে তারা অভিযোগ করেন।

এদিনের সংবাদ সম্মেলনে নির্মাতাদের পক্ষ থেকে জানানো হয়, ধর্মকে মোটেও আঘাত করা তাদের উদ্দেশ্য নয়। নির্মাতারা চেয়েছেন, এই ছবির মাধ্যমে জনসংখ্যা নিয়ন্ত্রণের ক্ষেত্রে সচেতনতা বাড়াতে। 

আরো পড়ুন: মায়ের মুখ ফসকে বেরিয়ে গেলো মেয়ের প্রেমিকের নাম!

ছবির মূল চরিত্রে আছেন আন্নু কাপুর। ছবিটি প্রসঙ্গে অভিনেতা আন্নু কাপুর বলেন, ‘কোনো ধর্মের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আমি নাস্তিক। আর আমি কোনো ধর্মীয় বিষয়ে আলোচনায় অংশগ্রহণ করি না। কারণ, এ বিষয়ে আমার জ্ঞান নেই।’

মুম্বাইয়ের এক পাঁচতারা হোটেলে আয়োজিত এই সংবাদ সম্মেলনে এক সাংবাদিক প্রশ্ন তোলেন যে শুধু বিশেষ এক ধর্মকে আঘাত করার উদ্দেশ্যে কেনো ‘দ্য কাশ্মীর ফাইলস’, ‘দ্য কেরলা স্টোরি’র মতো ছবি নির্মাণ করা হয়? আন্নু কাপুর এই পরিপ্রেক্ষিতে সঞ্জয় লীলা বানসালির প্রসঙ্গ টেনে বলেন, বানসালি তার ছবিতে হিন্দুধর্মের অবমাননা করেছেন।

আন্নু কাপুর অভিযোগের সুরে বলেন, ‘আমি সিনেমা দেখি না। তবে উনিও (বানসালি) অনেক আপত্তিকর কাজ করেছেন। তার “পদ্মাবত” ছবিতে কী হিন্দুধর্মকে সম্মানের সঙ্গে দেখিয়েছেন? উনিও হিন্দুধর্মের অনেক অপমান করেছেন। এর জন্য তাকে জুতাপেটা পর্যন্ত করা হয়েছে।’

এদিকে এক সাংবাদিক কঙ্গনার ‘থাপ্পড়’-কাণ্ডের প্রসঙ্গ তুললে এর জবাবে আন্নু কাপুর বলেন, ‘সবার আগে জানতে চাই, এই কঙ্গনাজি কে? উনি কি বড় অভিনেত্রী? উনি কি সুন্দরী?’

কঙ্গনা নবনির্বাচিত সংসদ সদস্য, এ কথা জানতে পেরে আন্নু কাপুর সেই সাংবাদিকের উদ্দেশে বলেন, ‘উনি তো বেশ শক্তিশালী ব্যক্তি। আমার মতো বোকা মানুষ আপনি এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে একটিও পাবেন না। আমি সিনেমা, টেলিভিশন, ওটিটি, নিউজ চ্যানেল দেখি না। আমি খবরের কাগজ পড়ি না। আমি সামাজিক যোগাযোগমাধ্যমে নেই। আমি অত্যন্ত সুখী ব্যক্তি।

তিনি আরো বলেন, আমাকে কেউ যদি এ রকমভাবে থাপ্পড় মারেন, আমি তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব। আর আমি সেই ব্যক্তিকে সুপ্রিম কোর্ট, রাষ্ট্রপতি ভবন পর্যন্ত টেনে নিয়ে যাব।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App