সারা গায়ে রক্তের দাগ, কী হয়েছে প্রিয়াঙ্কার?

কাগজ ডেস্ক
প্রকাশ: ২০ জুন ২০২৪, ০৪:৪৬ পিএম

প্রিয়াঙ্কা চোপড়া। ছবি: সংগৃহীত
প্রিয়াঙ্কা চোপড়া তার ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন যাতে দেখা যাচ্ছে তার ভ্রু-তে রক্তের দাগ। নাক থেকেও ঝড়ছে রক্ত। সারা বুকে রক্তের ছাপ। যদিও এতে মোটেও দুর্বল হয়ে পড়েননি তিনি। বরং বলছেন আরো একটা দিন কাটলো। অ্যাকশন ধর্মী ছবি করার ফল এটি।
প্রিয়াঙ্কা তার পরবর্তী ‘দ্য ব্লাফ’ সিনেমার শুটিংয় নিয়ে ব্যস্ত সময় পার করছে। নারী দস্যুদের গল্প নিয়ে তৈরি এ সিনেমা। এখানে দস্যুর চরিত্রে দেখা যাবে প্রিয়াঙ্কাকে। বোঝা যাচ্ছে ভরপুর অ্যাকশন রয়েছে এ সিনেমায়।
আরো পড়ুন: গুঞ্জন উড়িয়ে দিয়ে প্রকাশ্যে অন্তঃসত্ত্বা দীপিকা
এমনই এক দৃশ্য অভিনয় করার সময় রক্তাক্ত হন অভিনেত্রী। দিন কয়েক আগেই এ সিনেমার শুটিং করতে গিয়ে গলায় চোট পান তিনি। সেই সময় ছবিটি পোস্ট করে প্রিয়াঙ্কা লেখেন, পেশাগত প্রতিবন্ধকতা। আসলে একটি স্টান্ট করতে গিয়েই আঘাত লাগে তার।
তবে আপাতত সুস্থ আছেন অভিনেত্রী। এ মুহূর্তে শুটিং চলছে ‘দ্য ব্লাফ’ সিনেমার। সিনেমাটি মুক্তি পাবে অ্যামাজন প্রাইম ভিডিওতে।