ভিন্ন প্ল্যাটফর্মে সাকিব

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৩ অক্টোবর ২০২০, ১০:৫১ এএম

নবাব ‘নবাব এলএলবি’র দৃশ্যে সাকিব খান
‘আইথিয়েটার’ নামের নতুন একটি ওটিটি প্ল্যাটফর্মের মাধ্যমে অ্যাপ, ওয়েব বা ওটিটি প্ল্যাটফর্মে অভিষেক হচ্ছে সুপারস্টার শকিব খানের। পরিচালক অনন্য মামুনের ‘নবাব এলএলবি’ দিয়েই এই ভিন্ন প্লাটফর্মে যুক্ত হচ্ছেন তিনি।
গুঞ্জন ছিল, দুর্গাপূজা উপলক্ষে ২৩ অক্টোবর মুক্তি পাচ্ছে ‘নবাব এলএলবি’। তবে পোস্টার প্রকাশের পর পরিচালক অনন্য মামুন জানালেন, ‘ওটিটি প্ল্যাটফর্ম আইথিয়েটারে মুক্তি পাচ্ছে সিনেমাটি। তবে মুক্তির দিনক্ষণ জানাননি তিনি।
আগামী সপ্তাহে গান ও কয়েকটি দৃশ্যের শুটিংয়ের জন্য মালদ্বীপে উড়াল দিচ্ছে ‘নবাব এলএলবি’ টিমের একাংশ।
সেলিব্রেটি প্রোডাকশনের ব্যানারে সিনেমাতে শাকিবের বিপরীতে অভিনয় করছেন মাহিয়া মাহি ও অর্চিতা স্পর্শিয়া। এ ছাড়া অভিনয় করছেন শহীদুজ্জামান সেলিম, শাহেদ আলী, এল আর খান সীমান্ত, রাশেদ অপু, আনোয়ারসহ অনেকেই।