প্রভার আপত্তিকর ভিডিওকে কেন্দ্র করে চাঞ্চল্যকর তথ্য মিষ্টি জান্নাতের

কাগজ ডেস্ক
প্রকাশ: ৩১ মে ২০২৪, ০৭:০২ পিএম

সাদিয়া জাহান প্রভা ও মিষ্টি জান্নাত
এক দশকের ক্যারিয়ারে মিষ্টি জান্নাত কাজ করেছেন ১১টি ছবিতে। সেসব ছবির নাম দর্শক শুনেছেন বলে মনে হয় না। তবে নায়িকা হিসেবে না হলেও বিতর্কের মাধ্যমে আলোচনায় এসেছেন একাধিকবার। সম্প্রতি মানুষের মানুষের মুখে মুখে রয়েছেন শাকিব খানকে পুঁজি করে।
শুধু তাই নয় বিবাদে জড়িয়েছেন চিত্রনায়িকা তমা মির্জার সঙ্গে। যদিও তা পরবর্তীতে চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বারা সমাধান হয়েছে। কিন্তু হুট করেই ফের চাঙ্গা হয়েছে মিষ্টি জান্নাত। সম্প্রতি এক গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে ওঠে আসে চাঞ্চল্যকর তথ্যগুলো।
মিষ্টি জান্নাতকে প্রশ্ন করা হয়েছিল যে, চলচ্চিত্রে ‘গিভ অ্যান্ড টেকের’ সম্পর্ক বেশি শুনতে পাওয়া যায়। কখনও আপনি এ ধরনের পরিস্থিতির সম্মুখীন হয়েছেন কিনা?

উত্তরে মিষ্টি জান্নাত বলেন, অবশ্যই, ফেইস করেছি। যেগুলোতে ফেইস করেছি সেগুলো সিনেমায় কাজ করিনি। এজন্য কাজের সংখ্যাও কম। যেগুলো ফেইস করিনি সেগুলো কাজ করার চেষ্টা করিছি। আমি আগে জানতাম না যে মিডিয়াতে এ ধরনের প্রস্তাব দেওয়া হয়। প্রযোজকরা সুন্দরী নায়িকাদের বিভিন্ন প্রস্তাব দেয়। প্রেমও শুরু করে। আমি প্রস্তাবে রাজি হইনি, প্রেমও করিনি; ওই সব সিনেমায় কাজও বাতিল করে দিয়েছি।
তিনি আরও বলেন, এগুলো যে শুধু মিডিয়াতে হয় এমন না, এগুলো অন্য সেক্টরেও হয়। যদি মেডিকেল সেক্টরের কথা বলি, আমি যখন প্রথম বর্ষে পড়ি তখন এক শিক্ষক রুমে জোরপূর্বক ডেকে নিয়ে প্রভা আপুর একটি ভাইরাল ভিডিও আমাকে দেখিয়েছিল এবং খারাপ প্রস্তাবও দিয়েছিল। আমি রাজি হইনি। ফলে আমাকে ৩ বার ফেল করানো হয়েছে। এ ঘটনায় প্রিন্সিপালের কাছে নালিশও করেছিলাম। কোনো প্রতিকার পাইনি। শুধু তাই নয়, অন্য শিক্ষকরাও ডিস্টার্ব করেছে। আমার পোশাক নিয়ে কটু কথা বলত। এক শিক্ষক আমার ওয়াশরুমেও ঢুকে পড়েছিল। এ ঘটনায় ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থাও নিয়েছিল কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, ঢাকাই সিনেমায় পরিচিত মুখ মিষ্টি জান্নাত। ২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে শুরু করেন রুপালি পর্দার ক্যারিয়ার। এরপর নিয়মিত কাজ করেছেন সিনেমায়। অভিনেত্রী পরিচয়ের বাইরে মিষ্টি জান্নাত একজন দন্ত্য চিকিৎসকও।