×

বিনোদন

কান উৎসবের পর্দা উঠছে আজ, দেখানো হবে যেসব সিনেমা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ মে ২০২৪, ১০:০৯ এএম

কান উৎসবের পর্দা উঠছে আজ, দেখানো হবে যেসব সিনেমা

কান চলচ্চিত্র উৎসব। পুরনো ছবি

   

চলচ্চিত্র দুনিয়ার সব থেকে মর্যাদাপূর্ণ কান চলচ্চিত্র উৎসবের পর্দা উঠছে আজ। ৭৭তম এ আসর বসছে ফ্রান্সের কান শহরের পালে দে ফেস্টিভ্যাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে। কান চলচ্চিত্র উৎসব চলবে ২৫ মে পর্যন্ত। বিনোদন দুনিয়ার অন্যতম বড় চলচ্চিত্র উৎসব এটি। ১৯৩৯ সালে শুরু হয় কান উৎসব, যা সর্ববৃহৎ চলচ্চিত্র উৎসব। 

কানের ৭৭তম এ আসর বসছে ফ্রান্সের পালে দ্যা ফেস্টিভ্যাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে। এ উপলক্ষ্যে এ শহরে জড়ো হচ্ছেন বিশ্বের বড় বড় চলচ্চিত্র তারকারা। প্রতি বছরই এ অনুষ্ঠানে বেশ কিছু বাছাই করা সিনেমা দেখানো হয়। 

এবারের তালিকায় রয়েছে কিছু ভারতীয় সিনেমাও। তালিকায় রয়েছে পায়েল কাপাডিয়ার ‌‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’ ও শ্যাম বেনেগালের ‘মন্থন’। এছাড়াও এই তালিকায় রয়েছে আরও বেশ কয়েকটি সিনেমা। সেগুলো কী কী?

সিনেমাগুলোর মধ্যে রয়েছে— ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’ সিনেমার কথা। মুম্বাইয়ের একজন নার্সের জীবনযাপন তুলে ধরা হয়েছে এই এখানে। ব্রিটিশ-ইন্ডিয়ান সিনেমা ‘সন্তোষ’ এবার দেখানো হবে কান উৎসবে। 

এই সিনেমায় এমন একটা মেয়ের গল্প দেখানো হয়েছে, যে তার মৃত স্বামীর জায়গায় পুলিশের চাকরি পেয়েছে আর চাকরি করছে। আর এই কাজের সূত্রেই একটি অল্পবয়সী মেয়ের ধর্ষণ ও খুনের তদন্তে জড়িয়ে পড়ে সে। সন্তোষ-এর জীবনকে নিয়েই এগিয়েছে সিনেমার গল্প।

‘সানফ্লাওয়ার্স ওয়্যার দ্য ফার্স্ট ওয়ানস টু নো’ সিনেমাটিও কান-এ দেখানোর জন্য মনোনীত হয়েছে। ১৬ মিনিটের এই ছোটগল্পে দেখানো হয়েছে এক বয়স্ক নারীর জীবনের কথা। এছাড়াও রয়েছে, শ্যাম বেনেগালের ‘মন্থন’ সিনেমাটি। ১৯৭৬ সালের সিনেমা ‘মন্থন’কে বিশেষভাবে রেস্টোর করা হয়েছে এই ফিল্ম ফেস্টিভ্যালের জন্যই।

উল্লেখ্য,  ২০০২ সাল থেকে কান চলচ্চিত্র উৎসব নামে পরিচিতি পায়। এর আগে এটি পরিচিত ছিল ‘ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’ নামে। এ পর্যন্ত চলচ্চিত্রসংশ্লিষ্ট ৮০ হাজার মানুষ কানে আমন্ত্রিত হয়েছেন। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ৪ হাজার সাংবাদিক কানে আমন্ত্রিত হয়েছেন। ৫ হাজার সিনেমা প্রদর্শিত হয়েছে এবং ২০০ সিনেমা পাম দি’অর বা স্বর্ণপামের জন্য লড়াই করেছে।  স্বর্ণপামের অর্থমূল্য প্রায় ২৬ লাখ টাকা।  প্রতিবছর কানের আয়োজন সম্পন্ন করতে ১ হাজার মানুষ কাজ করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App