ফের ‘বিয়ে’ করলেন ধর্মেন্দ্র-হেমা মালিনী!

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৪ মে ২০২৪, ০৬:৫৬ পিএম

ছবি: সংগৃহীত
বিয়ের ৪৪ বছর পর ফের বিয়ে করলেন ধর্মেন্দ্র আর হেমা মালিনী? সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া ছবিতে দেখা যাচ্ছে ধর্মেন্দ্র আর মালিনীর গলায় বড়সড় ফুলের মালা। এ দেখেই নেটিজেনদের মনে প্রশ্ন তবে কি ফের বিয়ে করলেন তারা।
আসলে বিয়ের অনুষ্ঠান নয়, বাবা-মায়ের বিবাহবার্ষিকী পালন করছেন তাদের কন্যা এষা। বৃহস্পতিবার (২ মে) ছিল ধর্মেন্দ্র ও হেমা মালিনীর বিবাহবার্ষিকী।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া ছবিতে দেখা যাচ্ছে ধর্মেন্দ্র আর হেমার গলায় বড়সড় ফুলের মালা। দুজনে খুব কাছাকাছি, যেন সদ্য বিয়ে হয়েছে! শুধু মালা পরা ছবি নয়। ধর্মেন্দ্র যে হেমার গালে ভালোবাসার চুম্বন একে দিচ্ছেন সেই ছবিও এখন চারিদিকে ছড়িয়ে পড়েছে।
হেমা নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে এ ছবি প্রকাশ করেছেন। লিখেছেন, ‘আমার বাড়ি থেকে।’
এদিকে মেয়ে এশা দেওল মা-বাবার মালা পরা ছবি দিয়ে লিখেছেন, ‘কী মিষ্টি! আমি এ রকম চেয়েছিলাম।’