ঝড়ে উড়ে গেলো সানির রেস্টুরেন্ট

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৫ মার্চ ২০২৪, ০১:২২ পিএম

ছবি: সংগৃহীত
ঢাকাই সিনেমার চিত্রনায়ক ওমর সানির রেস্টুরেন্ট চাপওয়ালা রোববার (২৪ মার্চ) শিলাবৃষ্টি ও ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে । সামাজিক যোগাযোগমাধ্যমে এ খবর অভিনেতা নিজেই জানিয়েছেন।
রোববার নিজের ফেসবুকে বেশকিছু ছবি দেন সানি। সেখানে দেখা যায় তার ক্ষতিগ্রস্থ খাবারের দোকানের চিত্র।
ক্যাপশনে অভিনেতা লিখেছেন, ‘গতকাল রাতে ঘূর্ণিঝড়ে আমাদের চাপওয়ালা রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারের প্রচণ্ড ক্ষতিগ্রস্ত হয়। আল্লাহর হুকুমে হয়েছে; আমি আল্লাহর হুকুমকে আলহামদুলিল্লাহ বলবো, আপনারা সবাই দোয়া করবেন এ ক্ষতি যেন কাটিয়ে উঠতে পারি।
জানা গেছে, বর্তমানে ‘চাপওয়ালা’ নামে বেশ কয়েকটি রেস্তোরাঁ শাখা করেছেন তিনি। সাভারের চাপওয়ালা রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার ঝড়ে লন্ডভন্ড হয়ে যায়। তবে সেই ক্ষতি দ্রুত পুষিয়ে নেবেন বলে জানান তিনি।’
প্রসঙ্গত, এবার ঈদে মুক্তি পেতে যাচ্ছে ওমর সানি অভিনীত সিনেমা ‘ডেডবডি’। এটি পরিচালনা করেছেন মোহাম্মদ ইকবাল। ওমর সানি ছাড়াও অভিনয় করেছেন জিয়াউল রোশান, অন্বেষা, শ্যামল মওলা, রাশেদ মামুন অপু, মিষ্টি জাহান প্রমুখ।