ওমরাহ করতে মক্কায় ফেরদৌস

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৬ মার্চ ২০২৪, ০৮:৩৭ এএম

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক ও সংসদ সদস্য ফেরদৌস আহমেদ ওমরাহ পালন করতে মক্কায় অবস্থান করছেন। বৃহস্পতিবার (১৪ মার্চ) দুপুর ২টায় একটি ফ্লাইটে সৌদি আরবের উদ্দেশে রওনা দেন ফেরদৌস। সঙ্গে রয়েছেন মা, শাশুড়ি এবং বোন।
ঢাকা ছাড়ার আগে ফেরদৌস গণমাধ্যমকে বলেন বলেন, ‘আমার মা, শাশুড়ি মা এবং বোনকে নিয়ে যাচ্ছি ওমরাহ করতে। ইচ্ছে ছিল আমার স্ত্রী এবং মেয়েকে সঙ্গে নেওয়ার। কিন্তু তাদের ব্যস্ততার কারণে এবার একসঙ্গে যেতে পারছি না। আল্লাহ চাইলে আগামীতে স্ত্রী সন্তানকে নিয়ে আবার যাবো। সৃষ্টিকর্তার কাছে দেশের মানুষের জন্য দোয়া করব। সবাই সুস্থ ও সুন্দর থাকুক এটাই কামনা করি। আমার জন্য সবাই দোয়া করবেন।’
ওমরা পালন শেষে আগামী ২১ মার্চ দেশে ফিরবেন ফেরদৌস আহমেদ।
প্রসঙ্গত, ফেরদৌস আহমেদ সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়ে নির্বাচিত হন। চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি ফেরদৌস মডেলিং ও উপস্থাপনায়ও সুনাম কুড়িয়েছেন।