×

বিনোদন

প্রেমের গুঞ্জনে মুখ খুললেন তটিনী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ মার্চ ২০২৪, ০৩:৪১ পিএম

প্রেমের গুঞ্জনে মুখ খুললেন তটিনী

ছবি: সংগৃহীত

   

বর্তমান সময়ের ছোট পর্দার দর্শকপ্রিয় জুটি অভিনেতা ইয়াশ রোহান ও অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী। একসঙ্গে বেশ কিছু নাটকে জুটিবদ্ধ হয়ে কাজ করতে দেখা গেছে দু’জনকে।

সেখান থেকেই ছড়িয়েছে তাদের প্রেমের গুঞ্জন। কারণ শোবিজ অঙ্গনে দুই তারকা একসঙ্গে দীর্ঘদিন কাজ করার অর্থ দাঁড়ায়, তাদের ব্যক্তিগত বোঝাপড়া খুব দারুণ। যে কারণে এই জুটিকে দর্শকরাও পছন্দ করছেন।

তবে কী ইয়াশের সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছেন তটিনী? সম্প্রতি গণমাধ্যমে তিনি জানান, তাদের সম্পর্ক কেবলই ‘ভালো বন্ধুত্ব’। সেটা প্রেম নয়।

তটিনীর কথায়, ইয়াশের সঙ্গে আমার জুটি দর্শকরা দারুণ পছন্দ করেন। যে কারণে আমাদের জুটি করে অসংখ্য নাটক হয়েছে। আর একসঙ্গে কাজ করতে গিয়ে দু’জনের মাঝে একটা ভালো বন্ধুত্বের সৃষ্টি হয়েছে। তবে সেটা শুধুই  অভিনয়ের সূত্রে। এর বেশি কিছু নয়।

ইদানিং দু’জনের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় একই চিত্র দেখা যাচ্ছে। ফেসবুকে দু’জনকেই একই পোস্ট শেয়ার করতে দেখা যাচ্ছে। এর কারণও খোলাসা করেছেন অভিনেত্রী।

তটিনী জানালেন, আমাদের প্রতি দর্শকদের অনেক কৌতূহল থাকায় একটি নাটকের প্রচারণায় তা কাজে লাগায় রাফাত মজুমদার রিংকু ভাই। ভাইয়ার একটা নাটকের প্রচারণার অংশ হিসেবেই আমি আর ইয়াশ একই ফেসবুক পোস্ট দিতাম। একই ছবি পোস্ট করতাম।

পোস্ট করা ছবির একটি ক্যাপশনে লেখা ছিল, বিশ্বকবি রবীন্দ্রনাথের সেরা উক্তি। ‘ওহে কী করিলে বলো, পাইব তোমারে, রাখিব আঁখিতে আঁখিতে’ -এমন ক্যাপশন দর্শকরা দেখতেই মিডিয়ায় আমার আর ইয়াশের প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ে। এ গুঞ্জন আসলে নাটকের প্রচারণার জন্য ইচ্ছাকৃত ছিল- যোগ করেন অভিনেত্রী।

এদিকে প্রেমের গুঞ্জনে ভক্তদের নানা মন্তব্য, শুভেচ্ছাবার্তা উপভোগ করছেন বলেও জানিয়েছেন তটিনী। তিনি মনে করেন, দর্শকরা তাদের জুটিকে বেশ পছন্দ করছেন বলেই এমনটা ভাবছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App