শাকিবের ‘তুফান’-এ আফরান নিশো!

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:১১ পিএম

ঢালিউড সুপারস্টার শাকিবকে নিয়ে সিনেমা নির্মাণ করছেন পরিচালক রায়হান রাফী। ফেব্রুয়ারিতেই শুরু হচ্ছে ‘তুফান’ নামের এই ছবির শুটিং। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন ছড়িয়েছে-সিনেমাটিতে থাকছেন অভিনেতা আফরান নিশোও। খলনায়ক হিসেবে শাকিবের বিপরীতে অভিনয় করবেন তিনি।
এই গুঞ্জনের সূত্রপাত ফেসবুকে ছড়িয়েপড়া একটি ছবিকে কেন্দ্র করে। যেখানে দেখা যায়, সংবাদমাধ্যম প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের হাতে তুফান ছবির পোস্টার তুলে দিচ্ছেন আফরান নিশো, রায়হান রাফী ও প্রযোজক শাহরিয়ার শাকিল।
তবে ছবিটিও এডিট করা। এটি মূলত রায়হান রাফির ‘সুড়ঙ্গ’ সিনেমার পোস্টারের ছবি। যেটা ২০২৩ সালে তোলা হয়েছিল। সেই ছবিতেই ‘তুফান’-এর পোস্টার বসিয়ে প্রচার করা হচ্ছে, শাকিবের সিনেমায় ভিলেন হচ্ছেন আফরান নিশো।
এ বিষয়ে ‘তুফান’ সিনেমার নির্মাতা রায়হান রাফি বলেন, ‘পুরো বিষয়টিই ভুয়া। আফরান নিশো তুফান সিনেমায় অভিনয় করছেন না। আগের একটি ছবি এডিট করেই এই গুজব ছড়ানো হয়েছে।’