এবার হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

বিনোদন ডেস্ক
প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৪, ০৪:২০ পিএম

১০ জানুয়ারি ৫০ বছরে পা দিয়েছেন বলিউড গ্রিক গড হৃতিক রোশন। তার জন্মদিনে ভালবাসায় ভরালেন বর্তমান প্রেমিকা সাবা আজাদ। প্রেম জীবন নিয়ে এবার আর গোপনীয়তার পথে হাঁটতে রাজি নন হৃতিক। সুজানের সঙ্গে বিচ্ছেদের পর একটা লম্বা সময় সিঙ্গেল ছিলেন তিনি। পরে তার জীবনে আসেন সাবা। হৃতিকের বাড়িতে অবাধ যাতায়াত তার।
ইন্ডাস্ট্রির বিভিন্ন অনুষ্ঠানে দুজনে হাসিমুখে আলোকচিত্রীদের সামনে দাঁড়াতে এবং ছুটি কাটাতে দেখা যাচ্ছে। তবে অভিনেতার সঙ্গে ঘনিষ্ঠ ছবি সে ভাবে কখনও প্রকাশ্যে আনেন নি সাবা। এবার হৃতিকের ৫০তম জন্মদিনে অভিনেতার ঠোঁটে ঠোঁট ছোঁয়ানো একটি ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন সাবা। নিচে লিখেছেন, ‘৫০ বছর কি দুর্দান্ত একটি জার্নি তোমার, আরও ১০০ বছর তোমার জন্য ভালবাসা রইল। শুভ জন্মদিন আমার জীবনের আলো, আমার ভালবাসা।’
শুধু বর্তমান প্রেমিকা নয়, হৃতিকের জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন প্রাক্তন স্ত্রী সুজানও। তিনি জন্মদিনের শুভেচ্ছা যেমন জানিয়েছেন, তেমনই বাবা হৃতিকেরও প্রশংসা করেছেন। শেষে সুজান লিখেছেন, ‘আশা করব একটা দুর্দান্ত প্রেমজীবন হোক তোমার।’
বিয়ে ভেঙে গেলেও এখনও বন্ধুত্বের সম্পর্ক অটুট রেখেছে হৃতিক-সুজান। একে অপরের সঙ্গীদের সঙ্গে স্বচ্ছন্দ তারা। হৃতিক যেমন প্রেম খুঁজে পেয়েছেন সাবার মধ্যে, তেমনই সুজান সম্পর্কে রয়েছেন অভিনেতা আলি গোনির সঙ্গে।